Daily Shironam । ডেইলি শিরোনাম । ২৯ এপ্রিল । হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সঙ্গে আরও খবর
Episode Description
গুড আফটারনুন বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
অসুস্থতার কারণে আজ সকালে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, দুর্বলতা থাকার পাশাপাশি তাঁর অ্যানিমিয়া ও ডায়াবেটিস রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বেশ কয়েকদিন বিক্ষোভকারী অসুস্থ। আটক করা হল বিক্ষোভকারীদের।
স্যাট নতুন তালিকা বার করতে বললেও হয়নি, অভিযোগ চাকরিপ্রার্থীদের। খাদ্য দফতরের কিছু করণীয় নেই। পিএসসি নাম পাঠালেই নিয়োগ, আশ্বাস খাদ্যমন্ত্রীর।
বাংলায় ৩৫৬-র দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের। বিকেলে ইন্ডিয়া গেটে মিছিল। রাতে সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। আজ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিনজন সদস্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করলেন। ওই প্রতিনিধিদলে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী ও তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল।
বকেয়া বিতর্ক সরগরম। মুখ্যমন্ত্রীর ৯৭ হাজার কোটি টাকা পাওনার দাবি ওড়ালেন দিলীপ গোষ। ট্যুইটে অমিত মালব্যর দাবি, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের বকেয়া মাত্র ৪ হাজার ২৯২ কোটি টাকা।
পূর্বস্থলীর কাদাপাড়া গ্রাম ১৩ দিন ধরে বিদ্যুত্হীলন। ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চরম দুর্ভোগে আড়াইশ পরিবার। ট্রান্সফর্মার পুড়ে বিপর্যয়, সাফাই বিদ্যুৎ দফতরের।
দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থায় পেনশন স্কিম চালুর মামলায় হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি।
কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি লাগানো গাড়ি চড়েন? অনুব্রত মণ্ডলের গাড়ি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা।
পুজো উপলক্ষে রাত পর্যন্ত ডিজে বাজানো ঘিরে পাড়ারই দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত তেলেঙ্গাবাগান। দু’পক্ষের ৮ জন গ্রেফতার।
অসহ্য গরম থেকে মিলবে নিষ্কৃতি? কাল থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস। দিনভর ভ্যাপসা গরমের সম্ভাবনা।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার হ্যান্ডল ও কু অ্যাপে।






















