Daily Shironam: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি, শনিবার শারীরিক অবস্থার উন্নতি জ্যোতিপ্রিয় মল্লিকের
পর্ব সম্পর্কিত
রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি। শনিবার শারীরিক অবস্থার উন্নতি হল জ্যোতিপ্রিয় মল্লিকের। কেন মূর্ছা গিয়েছিলেন গতকাল, জানতে চান চিকিৎসকেরা। জ্যোতিপ্রিয়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ইডি।
ভুয়ো সংস্থার ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক। তাঁকে খাদ্য দফতরে চাকরিও করে দেন মন্ত্রী। জ্যোতিপ্রিয়ের বাড়ি থেকে উদ্ধার কোম্পানির স্ট্যাম্প,দাবি ইডি সূত্রের।
খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনটি ভুয়ো সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সংস্থায় অংশীদার ছিলেন মন্ত্রীর স্ত্রী-কন্যা। ২০১৬ সালে দু’জনের অ্যাকাউন্টে জমা পড়ে ১০ কোটির বেশি, দাবি ইডির।
রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সংযোগ প্রমাণে ইডির হাতিয়ার হোয়াটসঅ্যাপ কথোপকথন। বাকিবুর রহমানের কর্মীদের হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ৮০ লক্ষ টাকা দেওয়ার উল্লেখ রয়েছে বলে দাবি ইডির।
১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত বাকিবুর রহমানের। বাকিবুর প্রভাবশালী বলে দাবি ইডির। ইডির অভিযোগ, রেশন দুর্নীতির অভিযোগে আগে FIR দায়ের হলেও, বাকিবুরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
লক্ষ্মীপুজোতেও পথে চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ধর্নামঞ্চেই তৈরি করা হল বেদি। সেখানেই লক্ষ্মীর আরাধনায় গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। আন্দোলনের ৫০০ দিনের পাঁচালি পড়লেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
আগামী ২ নভেম্বর মহুয়া মৈত্রকে তলব সংসদের নীতি কমিটির। টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ব্যবসায়ী হীরানন্দানিকে জিজ্ঞাসাবাদ করতে চান মহুয়া।