Daily Shironam : আজ মরসুমের শীতলতম দিন, একধাক্কায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.২ ডিগ্রিতে, সঙ্গে আরও খবর। ABP Live Podcast 20 December
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
আজ মরসুমের শীতলতম দিন। একধাক্কায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.২ ডিগ্রিতে, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলায় তাপমাত্রা ১০এর আশপাশে।
আমডাঙায় করুণাময়ী কালী মন্দিরে চুরি। লক্ষাধিক টাকার গয়না লুঠ। অবরোধ জাতীয় সড়ক। ক্লোজ করা হল দায়িত্বে থাকা কনস্টেবল ও হোমগার্ডকে।
কলকাতা পুরভোটে ৩৬ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। গতকাল খান্না হাইস্কুলে ভোট চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। বোমায় জখম হন এক ভোটার।
অবশেষে জালে জলপাইগুড়ির বানারহাটের ভালুক। বনকর্মীরা ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ভালুকটিকে ঘুম পাড়িয়ে খাঁচাবন্দি করেন। প্রাথমিক চিকিত্সার পর ভালুকটিকে লাভার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।
জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।






















