Daily Shironam : মৌলিক অধিকার খর্ব করছে, বাংলায় স্বৈরতান্ত্রিক শাসন, অভিযোগ শুভেন্দুর, আরও খবর
Episode Description
বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পুলিশের গাড়ি পুড়ল, পুলিশ কী করছিল? চক্রান্তের তত্ত্ব তুলে প্রশ্ন দিলীপ ঘোষের। ৬ শর্তে পুজো অনুদানে সায় হাইকোর্টের। আরও খবর রয়েছে এবিপি লাইভ ডেইলি শিরোনামে-
বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার। হাত ভেঙে ভর্তি এসএসকেএমে। খুনের চেষ্টার মামলা রুজু। পুলিশের গাড়ি পোড়ানোর অভিযাগে গ্রেফতার ৪।
পুলিশের গাড়ি পুড়ল, পুলিশ কী করছিল? চক্রান্তের তত্ত্ব তুলে প্রশ্ন দিলীপ ঘোষের। যে ভাবে গুন্ডা এনে সন্ত্রাস চালানো হয়েছে, তা কালো দিন হয়ে থাকবে। পাল্টা শান্তনু সেন।
নবান্ন অভিযানে তমলুকে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মার। খুনের চেষ্টার মামলা রুজু। গ্রেফতার ৯ বিজেপি কর্মী। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপির।






















