এক্সপ্লোর
ডেলি শিরোনাম
ABP Ananda, recruitment scam & ed
West Bengal News : 'অভিষেকের নাম নেওয়ার পর থেকেই হয়রানি শুরু', হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির
Episode Description
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক, জানানোর পর থেকেই ফাইলকাণ্ডে হেনস্থা করছে পুলিশ। নেপথ্যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির।
ভুয়ো সিবিআই-ইডির ছড়াছড়ি। তদন্তকারীরা আসল কিনা জানব কী করে? পরিচয় জানতে চাইলে হয়রানি কীসের? হাইকোর্টে পাল্টা সওয়াল রাজ্যের।
এই মামলায় অতি সক্রিয়তার কারণ কী? ফাইলকাণ্ডের শুনানিতে রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। ইডির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার মৌখিক নির্দেশ।
বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ হাইকোর্টে। প্রথম তলবেই সম্পত্তির সব তথ্য ইডিকে দিয়েছি, প্রতিক্রিয়া অভিষেকের।
আরও দেখুন
Advertisement






















