Daily Shironaam : ইতিহাস গড়ল ভারত, চন্দ্রবক্ষে অবতরণ করল চন্দ্রযান ৩
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
হাতের মুঠোয় চাঁদ। ইতিহাস গড়ল ভারত। ধাপে ধাপে গতি কমিয়ে চন্দ্রবক্ষে পাখির পালকের মতো অবতরণ করল চন্দ্রযান ৩।
চাঁদের দক্ষিণ মেরুর কাছে অগম্য স্থানে ভারত। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সুদূর জোহানেসবার্গ থেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।
মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস। চাঁদের দক্ষিণ মেরুর কাছে প্রথম দেশ হিসেবে পৌঁছল ভারত। ঘড়ি মিলিয়ে চন্দ্রবক্ষে সেফ ল্যান্ডিং বিক্রমের।
মহাকাশের সুপার লিগে এবার ভারত। বিজ্ঞানীদের শুভেচ্ছা মমতার। ব্যক্তি নয়, সারা দেশের সাফল্য, বার্তা খাড়গের। জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস শুভেন্দুর।
এপ্রিল, ২০১২ থেকে জানুয়ারি, ২০১৪ পর্যন্ত পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অভিষেক, বর্তমানে সিইও। গতকালের তল্লাশিতে মিলেছে বহু নথি। দাবি ইডি-র।
লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অভিষেক, দাবি ইডি-র। ফাঁসিতে ঝুলতে হবে না, এজেন্সিকে সাহায্য করুন, খোঁচা শুভেন্দুর। আপনি কবে তদন্তকারী সংস্থার অফিসে যাবেন, পাল্টা অভিষেক।
ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীর ফোন, সিজ মোবাইল। তথ্য লোপাট হয়েছে কি? যেত কি কোনও নির্দেশ? তথ্য জানতে ফোন যাচ্ছে ফরেন্সিকে।
পড়ুয়ার প্রাণের বিনিময়ে অবশেষে যাদবপুরের ক্যাম্পাসে বসছে সিসিটিভি। সব হস্টেলের দরজায় বসবে ক্যামেরা। জমা দিতে বলা হয়েছে টেন্ডার, জানালেন অন্তর্বর্তী উপাচার্য।
হস্টেলে র্যাগিংয়ের প্রমাণ মিলেছে। গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ। কড়া পদক্ষেপের ইঙ্গিত ।
১০ তারিখ শ্রীনগরে গেলে ১১ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে সই কেন? যাদবপুরের তদন্ত কমিটির প্রশ্ন অরিত্রকে। ভুল করে একসঙ্গে ৩দিনের সই, দাবি ছাত্রনেতার।
রাজ্যের যানজটের যুক্তি খারিজ। বৃহস্পতি নয়, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিজেপির যুবমোর্চার মিছিল। গড়িয়াহাটের পরিবর্তে গোলপার্ক থেকে মিছিলের অনুমতি।
ঝাড়খণ্ডে ২০০ কোটির বেআইনি বালি খাদান দুর্নীতির অভিযোগ। তদন্তে রাজ্যের ৩ জায়গায় তল্লাশি ইডির। সোনারপুরের সুকান্ত পল্লিতে হানা।
একবার নয়, এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা। সেরা স্কোর নিয়ে তৈরি হবে মার্কশিট। বিষয় নির্বাচনে স্বাধীনতা থাকছে পড়ুয়াদের, জানাল শিক্ষামন্ত্রক।
ডিএ-র দাবিতে ফের পথে রাজ্য সরকারি কর্মচারীরা। যৌথ সংগ্রামী মঞ্চের বিধানসভা অভিযান। চাকরির দাবিতে পথে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
মিজোরামে রেলের নির্মীয়মাণ ওভারব্রিজ ভেঙে মৃত্যুমিছিল। বাংলারই ২৪জন শ্রমিকের মৃত্যু। সবাই মালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। প্রাণ গেল নিউ আলিপুরের ১৩ বছরের বালকের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।
আপনারা শুনলে এবিপি লাইভ ডেলি শিরোনাম বাকি সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার, কু ও ওয়েবসাইট এবং অবশ্যই এবিপি আনন্দের পর্দায়