Daily Podcast : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ
পর্ব সম্পর্কিত
পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক পরেশ পাল। বেলেঘাটার বিধায়কের মিটমাট করানোর উদ্যোগ ঘিরেও উঠছে প্রশ্ন। ১৯ মে পর্যন্ত জেল হেফাজতে ধৃত রাজু নস্কর। 'ও অস্ত্র ব্যবসায়ী নয়, নির্মাণ ব্যবসায় জড়িত', দাবি পরেশ পালের।
ফের বোমা-বিদ্ধ শৈশব। ভাঙড়ে বোমার আঘাতে জখম শিশু। বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
অ্যাম্বুল্যান্সের টাকা জোগাড় না হওয়ায় ছেলের দেহ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন বাবা। কালিয়াগঞ্জের অমানবিক ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। মৃত শিশুর পরিবারের কাছে তৃণমূল-বিজেপির প্রতিনিধিল। 'কেউ জানতাম না, হতে পারে বাইরের গাড়ি', দাবি অ্যাম্বুল্যান্স চালকদের।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের।
মামলায় পার্টি হতে আবেদন বঞ্চিত চাকরিপ্রার্থীদের। বক্তব্য না শুনে কীভাবে নির্দেশ? প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষকরাও। জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদ, নিয়োগের দাবিতে হাজরায় এসএফআইয়ের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আহত কয়েকজন বিক্ষোভকারী।
তিহাড় জেলে দ্বিতীয়বার দেখা অনুব্রত-সুকন্যার। মেয়ের সামনে কান্নায় ভাঙলেন কেষ্ট, খবর ইডি সূত্রে। তলব পেয়ে দিল্লিতে আসা উচিত হয়নি, মেয়েকে বললেন বাবা।
২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিন পরে রেজাল্ট। দুপুর সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছবে মার্কশিট।
সোমবার আইপিএলে আমদাবাদে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাত এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে। সোমবার জিতলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলবে গুজরাত। হারলেও শেষ ম্যাচে আরও একটি সুযোগ পাবেন হার্দিক পাণ্ড্যরা।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার হ্যান্ডল এবং এবিপি আনন্দের পর্দায়।