Daily Shironaam : কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন হাইকোর্টের
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। এক ঝলকে শুনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর।
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন হাইকোর্টের। থাকবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস,প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন। নাবালিকার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ আদালতের।
অটো রাখা নিয়ে বচসার জেরে শ্যামনগরে আক্রান্ত পুলিশ। এএসআই, সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ। কয়েকজন অটোচালক আটক।
বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলি চলার ঘটনায় গ্রেফতার আরও ৫। গ্রেফতারির সংখ্যা বেড়ে ২৭। ধৃতদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ যোগ, দাবি পুলিশের।
রামনবমী অশান্তিতে বিস্ফোরক আইনে মামলা রুজু এনআইএ-র। হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় সব মিলিয়ে রুজু ৬টি মামলা।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। পাশাপাশি আসনে বসে শপথগ্রহণ অনুষ্ঠান দেখলেন শুভেন্দু, ফিরহাদ।
লোকালের চালকের ভুলে শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ট্রেন। প্রাথমিক তদন্তে অনুমান রেলের। হাওড়ামুখী বহু দূরপাল্লার মেল-এক্সপ্রেস আটকে হয়রানি। বাতিল অন্তত ৯টি ট্রেন।
'বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক, বঞ্চিতরা চাকরি পাক', বিয়ের আসর থেকে চাকরির স্লোগান, ভাতারে অভিনব প্রতিবাদ কনের!
মহারাষ্ট্রে শিণ্ডে সরকার বহাল। আস্থাভোটের মুখোমুখি না হয়ে ইস্তফা দেওয়ায় উদ্ধব সরকারের পুনর্বহাল করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট।
অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মোকা-য় পরিণত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। পরোক্ষ প্রভাব বাংলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন রাইডার্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য,দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট,অ্যাপ,ইউটিউব চ্যানেল, ফেসবুকও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।