Daily Shironaam : ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি, গেরুয়া শিবিরে যোগ মিতালির
পর্ব সম্পর্কিত
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। গেরুয়া শিবিরে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। দল যোগাযোগ করেনি, কাজেও লাগায়নি। প্রতিক্রিয়া মিতালির। গত শুক্রবার মিতালির মানভঞ্জনের চেষ্টা অরূপ বিশ্বাসের, পাশে দাঁড়িয়ে স্লোগান, শনিবার অভিষেকের হাত থেকে পরলেন উত্তরীয়। রবিবার যোগ বিজেপিতে। অভিযোগ ছিল বলেই টিকিট দেওয়া হয়নি, প্রভাব পড়বে না, দাবি ফিরহাদের। মোদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত, প্রতিক্রিয়া সুকান্তর। এটাই তৃণমূল, এটাই বিজেপি। কটাক্ষ সুজনের।
ধূপগুড়ি হবে আলাদা মহকুমা, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিষেক, নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন।
কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত খোদ শাসক কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের। অধরা দুষ্কৃতীরা।
সর্ষের মধ্যেই ভূত আছে, মদত দলের একাংশর, অভিযোগ কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। দলের কেউ হলে দেখব, নেপথ্যে বিরোধীরা, পাল্টা জেলার তৃণমূল নেতৃত্ব।