Daily Shironaam: আস্থা নেই রাজ্য পুলিশে, অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
পঞ্চায়েতের মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। সিদ্ধান্তের ভার কমিশনের উপরেই ছাড়ল আদালত। বহাল ভোটের জন্য ৯ জুনের বিজ্ঞপ্তি।
আস্থা নেই রাজ্য পুলিশে, অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। স্পর্শকাতর জেলায় ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। ৬ নয়, স্পর্শকাতর ৭ জেলায় এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। আর কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী? পর্যালোচনার নির্দেশ।
হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের, বিরোধীদের দাবিতেই মান্যতা। শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত। কেন্দ্রের সঙ্গে রাজ্যকে আলোচনার নির্দেশ। ভোটে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার। ভোটকর্মীদের সুরক্ষার ব্যবস্থা করার নির্দেশ হাইকোর্টের। বুথে হয় সিসি ক্যামেরা, নয় ভিডিওগ্রাফির নির্দেশ।
মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়। পুলিশের সামনেই গুলি-বোমা! আইএসএফ প্রার্থী-সহ গুলিবিদ্ধ ২। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। একের পর এক গাড়ি ভাঙচুর।
অভিষেক আসার আগেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ।
পঞ্চায়েতের মনোনয়ন নয়, যেন যুদ্ধক্ষেত্র! বোমা-গুলির লড়াইয়ে রণক্ষেত্র ভাঙড়। মাঠের একদিকে তৃণমূল, আরেক প্রান্তে আইএসএস।
উড়ে আসা বোতলের ঘায়ে রক্ত ঝরল পুলিশেরও। মনোনয়ন দিতে আসা আইএসএফ প্রার্থীদের লাঠির ঘা পুলিশের। মারা হল লাথিও।
ভাঙড় আছে ভাঙড়েই। শান্তির বার্তাই সার! এবিপি আননন্দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন আরাবুল।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির তলব, হাজিরা দিলেন না অভিষেক। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে ইডিকে দিলেন ১৫ পাতার চিঠি।
দুপুরে আচমকা কাঁপল দিল্লি, পাঞ্জাব-সহ উত্তর ভারতের একাংশ। ১০ সেকেন্ডের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৪। উৎসস্থল জম্মুর ডোডা।
আদ্যাপীঠে গেলেন মুখ্যমন্ত্রী। দিলেন পুজো, করলেন আরতী।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















