Daily Shironam: ক্যাশ ফর কোয়েশ্চেন-বিতর্কে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ
Episode Description
ক্যাশ ফর কোয়েশ্চেন-বিতর্কে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ। খসড়া রিপোর্টে এথিক্স কমিটির সিলমোহর। এবার সিদ্ধান্ত নেবেন স্পিকার। কেন্দ্র ও আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলায় প্রতিহিংসার শিকার। মহুয়া মৈত্র নিয়ে মুখ খুললেন অভিষেক।
হাইকোর্টের পরে নিয়োগ-দুর্নীতির তদন্ত শেষে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শেষ করতে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন। ২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের । এসএসসি-দুর্নীতির মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য জমা দিয়ে ১ ঘণ্টার মধ্যে ইডির দফতর থেকে বেরোলেন অভিষেক। ৬ হাজার পাতার নথি জমা দিয়েছিল, আবার ডাকলে আসব, দাবি অভিষেকের। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। অভিযোগ উঠলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।
আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের রাইস মিলে রাতভর তল্লাশি আয়কর বিভাগের। তন্ময় ঘোষের অফিস, লজ, পানশালাতেও অভিযান।
সমবায় সমিতির যোগসাজসেই চলত রেশন দুর্নীতি। এজেন্ট মারফত এমএসপি-র ২০০ টাকা কমে ধান কিনে সমবায় সমিতিকে বেচত মিল মালিকরা। টাকা ঢুকত ভুয়ো অ্যাকাউন্টে। দাবি ইডির।
আরও বেপরোয়া অনুপম। এবার রাজ্য সভাপতির যোগ্যতা নিয়েই আক্রমণ।
ভারতে জঙ্গি কার্যকলাপে এবার রোহিঙ্গাদের ব্যবহার! মগজ ধোলাই করে আনা হচ্ছে বাংলাদেশ-মায়ানমার থেকে। দেশজুড়ে মিলেছে একাধিক মডিউলের খোঁজ। বিস্ফোরক দাবি এনআইএ-র।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের প্র্যাক্টিসের মাঝেই কলকাতায় জমিয়ে কেনাকাটা বাবরদের। দক্ষিণ কলকাতার শপিং মল থেকে কিনলেন জামাকাপড়, শাড়ি।
দুর্ঘটনার দুঃস্বপ্ন কাটিয়ে ২২ গজে কামব্যাক। কলকাতার মাঠে প্র্যাক্টিসে নেমে পড়লেন ঋষভ পন্থ। যোগ দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে।






















