Daily Podcast : এগরায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, আক্রমণে শুভেন্দু
Episode Description
এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত ৭, আহত বেশ কয়েকজন। কারখানা থেকে উড়ে পুকুরে পড়ল দেহ। ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। বিস্ফোরণের তদন্তে সিআইডি, নির্দেশ মুখ্যমন্ত্রীর। এনআইএ দাবি বিজেপির। অমিত শাহকে চিঠি সুকান্তর।
এগরায় বিস্ফোরণে চাঞ্চল্যকর দাবি গ্রামবাসীদের। পুলিশের ভূমিকায় ক্ষোভ। শোকজ আইসি।
এগরায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, আক্রমণে শুভেন্দু। তৃণমূলের হলে কি আগে গ্রেফতার করা হত, কেন খোঁজ রাখেনি বিজেপির পঞ্চায়েত? পাল্টা মুখ্যমন্ত্রী।
পাঁশকুড়া, ভূপতিনগরের পর এগরা। ফের বিস্ফোরণে কাঁপল পূর্ব মেদিনীপুর। ধ্বংসস্তূপ গোটা বাড়ি। আক্রান্ত পুলিশ। উর্দি ছিঁড়ল মারমুখী উত্তেজিত জনতা।
কোথাও শববাহী গাড়ি, কোথাও অ্যামবুল্যান্স চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ! হাসপাতালে নিয়ে যেতে দেরি, মৃত্যু রোগীর। গ্রেফতার ৩।
হাসপাতাল থেকে মুমুর্ষু রোগী নিয়ে যেতে পরিচিত অ্যামবুল্যান্স চালককে ডাকায় আপত্তি। গাড়ির সামনে বাইক রেখে ব্যারিকেড, দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ।
পরেশকন্যা অঙ্কিতার চাকরি ববিতা হয়ে গেল অনামিকার হাতে। ভুল তথ্য দেন ববিতা, মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
পুর-নিয়োগ ‘দুর্নীতি’তে বিচারপতি অমৃতা সিন্হার সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
দুই ফোন থেকেই প্রচুর তথ্য-ছবি ডিলিট করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহা। সিবিআইকে জানালেন দিল্লির ফরেন্সিক অফিসাররা। সব তথ্য পুনরুদ্ধারের দাবি।
জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে। ফের তৃণমূলে নবজোয়ারে প্রার্থী বাছাইয়ের ভোটে কারচুপির অভিযোগ। অস্বীকার ব্লক সভাপতির।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার হ্যান্ডল এবং এবিপি আনন্দের পর্দায়।






















