Daily Shironaam: আজ নন্দীগ্রাম দিবস, গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল- বিজেপির শ্রদ্ধাজ্ঞাপন | ABP Ananda LIVE
Episode Description
গুড আফটারনুন বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
আজ নন্দীগ্রাম দিবস। গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল- বিজেপির শ্রদ্ধাজ্ঞাপন। '২৪-এ চোরমুক্ত বাংলা গড়ার হুঙ্কার শুভেন্দুর। বেলার দিকে কর্মসূচি তৃণমূলেরও।
আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পারিবারিক রাইস
মিলে আয়কর অভিযান পা দিল তিনদিনে। বিধায়কের হিসাবরক্ষককে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।
গ়ড়তে হবে মেডিক্যাল বোর্ড, সিদ্ধান্ত বিশেষজ্ঞদের। সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডিকে উত্তর এসএসকেএমের। সহযোগিতা না করলে আদালতে যাওয়ার ভাবনা কেন্দ্রীয় এজেন্সির।
হাওড়ার ফোরশোর রোডের কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন। গঙ্গার হাওয়ায় ছড়াল পাশের আরও তিনটি গুদামে। চার ঘণ্টা পর দমকলের ১৫টি ইঞ্জিনের লড়াইয়ে নিয়ন্ত্রণে আগুন।
মর্নিং শিফট চলাকালীন, হাওড়ার ঘুসুড়িতে জুটমিলে ছাদ ও পাঁচিল ভেঙে দুর্ঘটনা। তিন থেকে চার জন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এলাকায় পুলিশ।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















