Daily Shironaam: কামদুনিকাণ্ডে মুক্তি পাওয়া চার জনকে শর্ত ধরাল সুপ্রিম কোর্ট। মাসে ২ দিন রাজারহাট থানায় হাজিরা দিতে হবে | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
কামদুনিকাণ্ডে মুক্তি পাওয়া চার জনকে শর্ত ধরাল সুপ্রিম কোর্ট। মাসে ২ দিন রাজারহাট থানায় হাজিরা দিতে হবে। পুলিশের অনুমতি ছাড়া অন্যত্র যেতে পারবেন না। ঠিকানা বদলালে জানাতে হবে অবশ্যই।
প্রাথমিকে ওএমআর শিট কারচুপি মামলায় জেল হেফাজতে পার্থ সেন, কৌশিক মাজি। ১৭ নভেম্বর পর্যন্ত এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার এবং ডিরেক্টরের জেল হেফাজত।
জেলে এমন কী হয়েছিল, যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হল সুজয়কৃষ্ণ ভদ্রকে?কতদিন জেল হাসপাতালে ছিলেন ‘কালীঘাটের কাকু’? জানতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি ইডি-র।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর ৬ মাস পার। এখনও জেলে রয়েছেন জীবনকৃষ্ণ। সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানালেন বড়ঞার তৃণমূল বিধায়ক। সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত।
কলকাতা হাইকোর্টে স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আদালত জানাল, ব়্যাগিংকাণ্ডের পর যাদবপুরে বিক্ষোভের মামলায় তাঁর বিরুদ্ধে FIR করতে পারবে না যাদবপুর থানা। ভাষাপ্রয়োগে শুভেন্দুকে সতর্ক হতে বলল আদালত। তদন্তে সহযোগিতার নির্দেশ।
ইজরায়েল-হামাস যুদ্ধের ১৩তম দিন আজ। এখনও পর্যন্ত মৃত্যু ৫ হাজার মানুষের। গাজার হাসপাতালের কাছে ফের রকেট। তেল আভিভে পাল্টা মিসাইল ছুড়ল হামাস। বাইডেনের পর ইজরায়েলে সুনক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, X ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।