Daily Shironaam: এবার রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। এক থেকে ১৫ জানুয়ারি জেলায় জেলায় ঘর ঘর যাত্রা কর্মসূচি | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
বাংলায় বিজেপিকে হারাতে অধীরের কোনও ভূমিকা নেই। বিজেপির বি টিমের ভূমিকা পালন করছে প্রদেশ কংগ্রেস, পাল্টা আক্রমণ কুণালের। বিজেপিকে সাহায্য করছেন মমতাই, পাল্টা সিপিএম।
এবার রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। এক থেকে ১৫ জানুয়ারি জেলায় জেলায় ঘর ঘর যাত্রা কর্মসূচি। অযোধ্যায় যেতে রাজ্যবাসীকে জানানো হবে আমন্ত্রণ।
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের আগে কাল অযোধ্যায় রোড শো প্রধানমন্ত্রীর। উদ্বোধন করবেন অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দরের।
রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম, সেজে উঠেছে দশরথের মহল। প্রতিটি বাড়ির একই রঙ, একই প্যাটার্ন। লাইটস্ট্যান্ডে লাগানো হয়েছে ফুলের মালা।
উদ্বোধন ২২শে, তার আগে এক সপ্তাহ জুড়ে আচার পালন। ১৬ জানুয়ারি দশবিধ স্নান, ১৮ জানুয়ারি বাস্তু পুজো। উনিশে জ্বলবে পবিত্র অগ্নি। উদ্বোেধনের আগে ১২৫ কলসের জলে স্নান করবে মূর্তি।
ভুয়ো শিক্ষাকর্মী, শিক্ষকদের দিয়ে ২০২১ সালে গণনাকেন্দ্রে লুঠ। কারচুপি না হলে ২০২১ সালে বাংলায় সরকার গড়ত বিজেপি, দাবি শুভেনদুর। নাচতে না জানলে উঠোন বাঁকা, পাল্টা তৃণমূল।
লোকসভায় বাংলা থেকে বিজেপিকে ৩৫টি আসনে জয় পেতেই হবে। কাঁথি উপহার দেব নরেন্দ্র মোদিকে, দাবি শুভেনদুর। একের পর বিরুদ্ধে এক লড়াই হলে হারবে বিজেপি, পাল্টা তৃণমূল।
বিজেপিকে ক্ষমতায় আনলে রাজস্থানের মতো বাংলাতেও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে। আশ্বাস শুভেনদুর। মিথ্যা প্রতিশ্রুতি, শুভেনদুকে কালো পতাকা দেখানো হবে, পাল্টা জয়প্রকাশ।
৫ জানুয়ারি নয়, ২২ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্ভুল তালিকা প্রকাশ করতেই সিদ্ধান্ত কমিশনের, সূত্রের খবর।
রেশন দুর্নীতি মামলায় বন্দি জ্যোতিপ্রিয়। রেশন ব্যবস্থা সংস্কারের দাবিতে পথে ডিলারদের সংগঠন। খাদ্য়ভবনের সামনে বিক্ষোভ। দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক।
ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বন প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন।
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৭৯৭, গত ২২৫ দিনে সর্বোচ্চ। আরও ৫ জনের মৃত্যু। বছর শেষে রাজ্যেও করোনা আতঙ্ক। ৫ মাস পরে একজনের মৃত্যু।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, X ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।