ডেলি শিরোনাম ২১.০৫.২৩: বিকল বন্দে ভারত এক্সপ্রেস। মঙ্গলে মমতা-কেজরিওয়াল বৈঠক।
Episode Description
জাজপুর স্টেশন পেরনোর পর বিকল বন্দে ভারত এক্সপ্রেস।পুরী থেকে হাওড়া ফিরছিল বন্দে ভারত এক্সপ্রেস।ট্রেনের ওপর বাজ পড়েছে, প্রাথমিক অনুমান রেলের।বাজ পড়ায় ক্ষতিগ্রস্ত ট্রেন, অন্য ইঞ্জিন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়ায় নিয়ে আসার চেষ্টা, রেল সূত্রে খবর।
প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করার অভিযোগ। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধের হুঁশিয়ারি শুভেন্দুর। বাঙালি বিদ্বেষি বিজেপি। পাল্টা শান্তনু।
১০০ দিনের টাকা না পাওয়ায় নাকি বাজি কারখানায় কাজ করতে হচ্ছে। ১২ বছরে কী করেছে তৃণমূল? এগরাকাণ্ডে অভিষেকের মন্তব্যকে হাতিয়ার করে প্রশ্ন সুকান্তর। বঞ্চনা থেকে নজর ঘোরাতে কুৎসা। পাল্টা কুণাল।
মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সামনেই তাঁর অনুগামীদের মারধর। পাল্টা বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ব্লক সভাপতির।






















