Daily Shironaam: ক্যানিং-এ সংঘর্ষ, বোমাবাজি। শাসকের গোষ্ঠীসংঘর্ষে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীই
Episode Description
মনোনয়নের পঞ্চম দিনে ফের উত্তপ্ত ভাঙড়। বোমার আওয়াজে ফের কাঁপল এলাকা।
ভাঙড়ে আইএসএফের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগে অ্যাকশনের হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের।
ক্যানিং-এ সংঘর্ষ, বোমাবাজি। শাসকের গোষ্ঠীসংঘর্ষে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীই। হাসপাতাল মোড়ে পুলিশের পাল্টা লাঠিচার্জ।
ভাঙড়ে আজও ১৪৪ ধারাকে বুড়ো আঙুল। গণনাকেন্দ্রের বাইরে জমায়েত। বিডিও অফিসের ভিতরে গাছের ছায়ায় পুলিশ।
বাঁকুড়ার ইন্দাসে ব্যাগভর্তি বোমা উদ্ধারের পর বিজেপির মনোনয়ন মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ। বীরভূমের আমোদপুরে বিজেপি প্রার্থীকে মারধর, অভিযুক্ত তৃণমূল।
পঞ্চায়েত ভোটের মুখে ফের অস্ত্র উদ্ধার মালদায়। রতুয়ায় হানা দিয়ে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার। গ্রেফতার ১।
শুধু ৭ জেলায় কেন? সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হওয়া উচিত। নইলে ডিউটি করাই অসম্ভব, দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
শক্তিগড়ে রাজু ঝা খুনকাণ্ডেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। চার মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি মান্থার।
নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। মাথা ছিল কারা, নজর সিবিআই গোয়েন্দাদের।






















