১০ সেরা মুহূর্ত যা দাগ কেটে গেছে সকল ফুটবল প্রেমীদের মনে ।
Episode Description
খুব কম ফুটবল ভক্তরাই প্রতিটি ফুটবল ম্যাচকে তার মিনিটের বিবরণে মনে রাখে, এমনকি ম্যাচের পুরোটাই আমাদের যৌথ স্মৃতি থেকে হারিয়ে যায়। আমাদের কাছে যা অবশিষ্ট থাকে তা হল কয়েকটা চোখ কারা মুহূর্ত গুলো। আজকের পর্বে ফিরে দেখুন সেই সেরা ১০ টা স্মরণীয় মুহূর্ত কে।
সবার সেরা খেলা ফুটবল চলে এসেছে আমাদের টিভি স্ক্রিনে। দীর্ঘ কয়েক বছরের ব্রেক - এর পর আবারো বিশ্বকাপে মাত্তে চলেছে বাঙালি। আর বাঙালির সব খেলার সেরা ফুটবল নিয়েই কভার করতে চলেছি আমরা, আমাদের নতুন শো - ফাটাফাটি ফুটবল এ। এই শো তে পাবেন আপডেটস ছাড়াও আরো অনেক ইনফরমেশন যা আপনাকে ভাবাবেই এবং রাখবে আপনাকে সব ফুটবল প্রেমীদের থেকে এগিয়ে। তাই চলুন, এই ইমোশনাল খেলা র জার্নি তে মেতে যায় আমরা একসাথে। শুনতে থাকুন ফাটাফাটি ফুটবল অনলি অন এবিপি লাইভ পডকাস্টস।






















