Daily Shironaam: মতুয়া ঠাকুরবাড়ির উত্তেজনার আঁচ পৌঁছল হাসপাতালেও, বিজেপি কর্মীদের অনুগামীদের মারধরের অভিযোগ, আক্রান্ত বিজেপি বিধায়কও | ABP Ananda LIVE
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
১। মতুয়া ঠাকুরবাড়ির উত্তেজনার আঁচ পৌঁছল হাসপাতালেও। বিজেপি কর্মীদের অনুগামীদের মারধরের অভিযোগ, আক্রান্ত বিজেপি বিধায়কও। অভিযুক্ত তৃণমূল, পাল্টা মারধর শান্তনু-অনুগামীদের। আক্রান্ত বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের।
২। ঠাকুরনগরে সমমুখসমরে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীও। ওসির উর্দি ছিড়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অমিত শাহকে নালিশ শান্তনু ঠাকুরের।'পুলিশ দলদাস হয়ে কাজ করছে'।'আমার গায়ে হাত দিয়েছে পুলিশ'।অভিযোগ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের।
৩। অভিষেক সফরের আগে বিক্ষোভ, স্লোগানে উত্তাল ঠাকুরবাড়ি। অভিষেক বেরোতেই চোর চোর স্লোগান। বিক্ষোভে বন্ধ মূল মন্দির, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার পোস্টার, কালো পতাকা হাতে বিক্ষোভ। মূল মন্দিরে ঢুকতেই পারলেন না অভিষেক, পুজো দিলেন পাশের মন্দিরে। গেলেন বীণাপানি দেবীর ঘরে।
৪. ডোমকলে কোমরে অস্ত্র নিয়ে দাপাদাপি। অস্ত্র আইনে মামলা রুজু করলেও, হেফাজতে চাইল না পুলিশ। উপস্থিত রইলেন না সরকারি আইনজীবীও। জেল হেফাজতে তৃণমূল নেতা।
৫. পঞ্চায়েত লুঠের অভিপ্রায় থাকলে ভোট বন্ধ করে দিন মুখ্যমন্ত্রী। খড়গ্রামে নিহত কংগ্রেসকর্মীর বাড়ি গিয়ে দাবি অধীরের। গ্রাম্য বিবাদে উস্কানি, পাল্টা জয়প্রকাশ।
৬. খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার ৩ জনই তৃণমূল কর্মী, দাবি নিহতের পরিবারের। মুর্শিদাবাদের হরিহরপাড়া ও সুতি থেকে উদ্ধার বোমা। নলহাটিতে অস্ত্র সহ গ্রেফতার ১।
৭. গাজোল থেকে জলপাইগুড়ি। টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ভাঙচুর অফিস, মিছিল, তৃণমূল নেতার গাড়ি আটকে বিক্ষোভ। কোচবিহারের পদ ছাড়লেন একাধিক নেতা।
৮. বিরোধীদের ভোট দিতে দিন। লাভপুরে বিজেপিকে মারধরের অভিযোগের পরদিন উল্টো সুর বিধায়কের। ওঁরা বাধা পেলে গাড়ি করে নিয়ে যাব, প্রতিশ্রুতি অশোকনগরের তৃণমূল বিধায়কের।
৯. এক মাসও নেই পঞ্চায়েত ভোটের। তার আগে ময়ূরেশ্বরেও তৃণমূল ছাড়ার হিড়িক।ময়ূরেশ্বরের দক্ষিণগ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন কর্মী।
১০. তৃণমূল নেতা বাসির মোল্লার একদিনের জেল হেফাজত। কাল ফের সশরীরে বাসির মোল্লাকে হাজিরার নির্দেশ বহরমপুর আদালতের।ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতির থেকে উদ্ধার একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















