Ghanta Khanek Sange Suman: OMR দুর্নীতিকাণ্ডে ঝাঁপাক CBI:হাইকোর্ট। ফের শাসকের দাদাগিরি। সুবোধদের জেরায় কী তথ্য?
পর্ব সম্পর্কিত
Ghantakhanek Sange Suman: 'OMR-সার্ভার দুর্নীতির শেষ দেখতে অলআউট ঝাঁপাক CBI', নির্দেশ হাইকোর্টের। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ায় CBI-কে ছাড়পত্র আদালতের। তৃণমূলের আইবুড়ো ভাত খাওয়ার জের, BDO-র জবাব তলব DM-এর। চোপড়ার পর জামালপুর, ফের সালিশির নামে শাসকের দাদাগিরি। সালিশিতে না যাওয়ায় মার, অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা। বিহারের ত্রাস সুবোধ ও শাগরেদকে জেরায় মিলল নতুন কী তথ্য? ফের ভিনরাজ্যেরদুষ্কৃতীদের তাণ্ডব, লেক অ্যাভিনিউয়ে ঘরে ঢুকে লুঠের চেষ্টা,গুলি! অপারেশন থিয়েটারেই সংক্রমণ! প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে ছানি অপারেশন।
আরও খবর..
শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও।
একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না। একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন', এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়।
বোলপুরে বাড়িতে আগুন লাগার ঘটনায় এবার মৃত্যু হল গৃহকর্তারও। কীভাবে আগুন তা নিয়ে এখনও রহস্য। গতকাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু হয় ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত মহিলার স্বামী। মৃতের পরিবারের অভিযোগ, জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার জেরেই পুড়ে মৃত্যু হয় বাবা-মা-ছেলের। কীভাবে আগুন , পারিবারিক বিবাদ নাকি, ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ।