Ghanta Khanek Sange Suman: NET বাতিলে CBI তদন্ত।আদৌ সম্ভব? উঠছে প্রশ্ন।সাদা খাতা জমা দিয়ে ডাক্তার হওয়ার ছাড়পত্র!
পর্ব সম্পর্কিত
UGC NET Cancel: NEET থেকে NET, স্বচ্ছতার পরীক্ষায় ফেল পরীক্ষক সংস্থাই। তড়িঘড়ি NET বাতিলের পর CBI তদন্তের নির্দেশ। কেন্দ্রের এজেন্সি দিয়ে কেন্দ্রের সংস্থার বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত আদৌ সম্ভব? উঠছে প্রশ্ন। সাদা খাতা জমা দিয়ে ডাক্তার হওয়ার ছাড়পত্র! বাংলায় শিক্ষক-নিয়োগের সেই 'সাদা খাতা' মডেল এবার গুজরাতেও। ৩০ থেকে ৩২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে NEET-এর প্রশ্নপত্র। "ধৃত মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ তেজস্বী যাদবের PA-র," অভিযোগ বিজেপির
মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দিল তারা। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর মতো NET-এরও পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল।
UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PhD করার যোগ্যতা অর্জন করতে পারেন তাঁরা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে।