(Source: ECI/ABP News/ABP Majha)
Ghanta Khanek Sange Suman: পরীক্ষার আগে প্রশ্ন বিক্রি হয়েছে NET-এও !রাজনীতির ছত্রছায়ায় পরীক্ষা মাফিয়ার রমরমা? | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman: হুবহু NEET-এর মতো লক্ষ লক্ষ টাকায় পরীক্ষার আগে প্রশ্ন বিক্রি হয়েছে NET-এও! এবার বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশ্ন কেলেঙ্কারির মাস্টারমাইন্ডের ছবি প্রকাশ্যে। বিরোধী দলনেতা থেকে উপমুখ্যমন্ত্রী, রাজনীতির ছত্রছায়ায় পরীক্ষা মাফিয়ার রমরমা? রাজ্যে শিক্ষাদুর্নীতির ৩৭ এজেন্টের মধ্যে ১৩ জনই শিক্ষক-শিক্ষাকর্মী, দাবি CBI-এর। "প্রবীণ হয়েও শত্রুর মুখে ছাই দিয়ে জিতেছি"। দলেরই একাংশ সৌগতর নিশানায়।
সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।
৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।
কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরেও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন তারা। ক্রমাগত বাড়ি থেকে বেরিয়ে আসে নীল রাসায়নিক তরল। ওই তরলের গন্ধে মম করছে এলাকা।