GhantaKhanek Sange Suman: 'সপ্তশক্তি'র গর্জন, পাকিস্তান লাগোয়া রাজস্থানে।শক্তিপ্রদর্শন ভারতীয় সেনার।প্রত্যাঘাত?
Episode Description
GhantaKhanek Sange Suman: বায়ুসেনা-নৌসেনার পর এবার শক্তিপ্রদর্শন ভারতীয় সেনার। 'সপ্তশক্তি'র গর্জনে কাঁপছে পাকিস্তান লাগোয়া রাজস্থান। প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই বিস্ফোরণে উড়ল পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি। উধমপুরের বদলা বান্দিপোরায়, খতম লস্করের শীর্ষ কমান্ডার। ফেব্রুয়ারিতে POK-তে তৈরি হয়েছিল হিন্দু নিধনের ব্লু প্রিন্ট, মদতে পাক সেনা। ২ দিন পার, এখনও পাক-কব্জায় হুগলির BSF জওয়ান, বাড়ছে উদ্বেগ। পাকিস্তানিদের দেশছাড়া করতে উদ্যোগী কেন্দ্র, সব মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের। ২৫ জন পর্যটককে মেরেও তীর্থযাত্রীদের মনোবল ভাঙতে পারল না জঙ্গিরা। পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের পরও অমরনাথ যেতে উৎসাহ তুঙ্গে।
প্রত্য়াঘাতের প্রস্তুতির মধ্য়েই, অনন্তনাগ ও পুলওয়ামায় বিস্ফোরণে উড়ল, পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি। গোয়েন্দাদের অনুমান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড আদিল গুরি। হামলার তিনদিন পরও এখনও অবধি আদিল ধরা না পড়লেও, বিজবেহেরায় বৃহস্পতিবার নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তার বাড়ি। হামলাকারী জঙ্গিদের মধ্যে আদিলের পাশপাশি রয়েছে পুলওয়ামার ত্রালের বাসিন্দা আসিফ শেখ। বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। তল্লাশি চলাকালীনই তাদের নজরে আসে যে বাড়িতে সন্দেহজনক কিছু মজুত করা রয়েছে। সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আশঙ্কা করেই তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ি থেকে বেরোতেই বিস্ফোরণ হয়।






















