Ghanta Khanek Sange Suman: বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ।NDA মন্ত্রিসভায় কোন দায়িত্বে কে?কে হবেন বঙ্গ BJP-র সভাপতি?
Episode Description
ABP Ananda LIVE: ফের বেআইনি বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম মহিলা। খাদিকুল থেকেও মেলেনি শিক্ষা, এবার বিস্ফোরণ কোলাঘাটে। গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, আতঙ্কে জনশূন্য গ্রাম। বারবার বিস্ফোরণ আর প্রশাসনের প্রতিশ্রুতি, শুধুই কথার কথা? NDA মন্ত্রিসভায় কোন দায়িত্বে কে? তুঙ্গে জল্পনা। খারাপ ফল করে উত্তরপ্রদেশ-মহারাষ্ট্র দুজন করে পূর্ণমন্ত্রী পেলেও, বাংলা কেন নয়? উঠছে প্রশ্ন। কে হবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? তৎপর দিলীপ-শুভেন্দু ২ শিবিরই। ‘দিলীপদার সৈনিক’ VS ‘শুভেন্দুদার সৈনিক’, ভোটে ভরাডুবি নিয়ে সরগরম সোশাল মিডিয়া।
ABP Ananda LIVE: ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ফের কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। ফের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তৃতীয় মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকে আবাস যোজনা নিয়ে সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর।






















