Ghanta Khanek Sange Suman: RG Kar বন্ধ করে দেব:আদালত।RG Kar-এ প্রমাণ নষ্টের চেষ্টা?ফের নারী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন
পর্ব সম্পর্কিত
Ghantakhanek Sange Suman: "নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে আর জি কর বন্ধ করে দেব"। "পুলিশ মার খেয়েছে মানে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ"। আর জি করে হামলা নিয়ে পুলিশের তীব্র সমালোচনা হাইকোর্টের প্রধান বিচারপতির। ক্ষোভে ফুঁসছে মানুষ, "এত অধৈর্য কেন?" বলছেন সিপি। "সেমিনার হলে চল," ভাইরাল ভিডিওয় বলছে হামলাকারী। আরও জোরালো হল তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ? বনধ-ধর্না SUCI-বিজেপির, পথে নেমে ফের রাম-বামকে দায়ী করলেন মমতা। হাসপাতাল থেকে ফেরার পথে নার্সকে ধর্ষণ করে খুন। আর জি কর-কাণ্ডের আবহেই প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের নারী-নিরাপত্তা।
'আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি করা হয়েছে... হামলাকারীদের না ধরে প্রতিবাদীদের আইনি চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ' বিস্ফোরক অভিযোগ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। বললেন, 'উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের থেকেও এগিয়ে মমতা'