Sange Suman: বারুইপুরে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার। সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার | ABP Ananda LIVE
Episode Description
ABP Ananda Live: একদিকে 'চোর' স্লোগান, অন্যদিকে 'জয় শ্রীরাম,' বারুইপুরে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার। "রাষ্ট্রপতি শাসনের দাবি করছি," বারুইপুরে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। "লাঠি দিয়ে গাড়িতে আঘাত, ছোড়া হয় পাথরও," অভিযোগ বিরোধী দলনেতা। "ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই," কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। মহাকাশ অভিযানে লেখা হল মহা-রূপকথা। সুনীতারা মর্ত্য ছুঁতেই উচ্ছ্বাসে ভাসল গোটা বিশ্ব মহাকাশযাত্রা নিয়ে এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে কী বলেছিলেন সুনীতা? এবার বাংলার পুজোর থিমেও উঠে আসবে সুনীতাদের মর্ত্যে মহা-অবতরণ। সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর, 'উনি কন্যাশ্রী সামলান,' কটাক্ষ শমীকের ।
ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়
ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য SSKM হাসপাতালকে চিঠি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, হাসপাতাল থেকে ফেরার পর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পা ফুলেছে, সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে চিঠি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। SSKM হাসপাতালকে চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের পর এবার সাক্ষ্য দিলেন আরও এক আত্মীয়। ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে এই সাক্ষ্যগ্রহণ পর্ব চলে। নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তদন্তে উঠে আসে পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রয়াত স্ত্রীর নামে পিংলায় স্কুল তৈরির কথা। ED সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারীর নামে স্কুলের জমি কেনা হয়। প্রাক্তন মন্ত্রীর ওই আত্মীয়ই এবার ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিলেন






















