Kar Dokhole Delhi: মমতা-অভিষেকের নেতৃত্বে আস্থা বাংলার।লোকসভাতে BJP-র বিপর্যয়।বিরোধী জোটের ভরকেন্দ্র CONG
পর্ব সম্পর্কিত
Ghantakhanek Sange Suman: লোকসভা ভোটেও মমতা-অভিষেকের নেতৃত্বে আস্থা বাংলার। '১৪-র পর '২৪, ফের ৩০ পেরোল তৃণমূল। বিধানসভার পর লোকসভাতেও অব্যাহত বিজেপির বিপর্যয়। তৃণমূলের 'বঞ্চনা'-অস্ত্রেই বাংলায় ঘায়েল গেরুয়া শিবির। দাগ কাটল না সন্দেশখালি-নিয়োগ দুর্নীতি ইস্যু। লক্ষ্মীর ভাণ্ডারই ভরাল তৃণমূলের ভোট-ভাণ্ডার। বহুদূরে ৪০০, ৩০০-র আগেই থামতে হল মোদিকে।কাজে এল না রামমন্দির, যোগী-রাজ্যেই ভরাডুবি বিজেপির। বিরোধী জোটের ভরকেন্দ্র কংগ্রেসই, কামব্যাক রাহুলের।
বারাসাত লোকসভায় জয়ী তৃণমূল প্রার্থী। এরপরই নিউটাউনে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, বাইক ভাঙচুর, অভিযোগের তির শাসকদলের দিকে। অভিযোগ, গতকাল রাতে ১২-১৪ জন মিলে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। ২টি বাইকও ভেঙে দেওয়া হয়। বাংলা থেকে প্রায় মুছে গেছে মিথ্যা অভিযোগ এনে চক্রান্ত করছে বিজেপি, প্রতিক্রিয়া তৃণমূলের।