Daily Shironaam : লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চব্বিশের লোকসভা ভোটের সুর বাঁধলেন প্রধানমন্ত্রী
Episode Description
লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চব্বিশের লোকসভা ভোটের সুর বাঁধলেন প্রধানমন্ত্রী। বললেন, আগামী বছর স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন তিনিই।
দেশের সর্বনাশ করেছে দুর্নীতি, পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশকে ক্ষতবিক্ষত করেছে পরিবারবাদ, ভাইপোবাদী দলগুলি, বিরোধীদের কড়া সমালোচনা মোদির।
গৃহহীনদের জন্য সহজ শর্তে গৃহঋণ, ওবিসি শিল্পীদের জন্য প্রায় ১৪ হাজার কোটির বিশ্বকর্মা যোজনা- '২৪-এর ভোটের আগে ঘোষণা মোদির।
৭৭ তম স্বাধীনতা দিবসে দেশজুড়ে উদ্দীপনা। গুজরাত থেকে বাংলা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, স্বাধীনতার ৭৬তম বর্ষ উদযাপন।
রেড রোডে স্বাধীনতা দিবসের জমজমাট অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার। উড়ন্ত কপ্টার থেকে পুষ্পবৃষ্টি। আমলা ও পুলিশ আধিকারিকদের আলাদা করে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী।






















