Daily Shironaam : মুম্বইয়ে জোটের বৈঠকের আগে মোদি-আদানি যোগ নিয়ে ফের আক্রমণে রাহুল
Episode Description
মুম্বইয়ে জোটের বৈঠকের আগে মোদি-আদানি যোগ নিয়ে ফের আক্রমণে রাহুল। বিদেশে টাকা পাচারের বিস্ফোরক অভিযোগ।
আদানিদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, মোদির নীরবতায় প্রশ্ন রাহুলের।
ক্লিনচিট দেওয়া সেবির অফিসারই এখন আদানি সংস্থার ডিরেক্টর। মুম্বইয়ে জোটের বৈঠকের আগে বিস্ফোরক রাহুল। আদানি গোষ্ঠীর চিনা বিজনেস পার্টনার নিয়েও সন্দেহ।
ঘুরপথে শেয়ার কেনার অভিযোগ খারিজ আদানি গোষ্ঠীর। আস্থা আছে আইনে, কর্পোরেট পরিচালনায় স্বচ্ছতায় বিশ্বাসী। বিবৃতি দিয়ে দাবি।
কীভাবে সব প্রকল্পই পেয়ে যাচ্ছে আদানি গোষ্ঠী? প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আক্রমণে রাহুল। জবাব দিয়েছে দেশ, পারলে প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ বিজেপির।
হঠাৎ কেন কাকভোরে রাহুলের দিল্লির বাসভবনে অভিষেক? জোটের বৈঠকের আগে সাক্ষাৎ ঘিরে তোলপাড়। কংগ্রেস ছাড়া গতি নেই, বুঝেছে তৃণমূল, খোঁচা অধীরের।
দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক। তীব্র আক্রমণে সেলিম।
বিজেপিকে চাপে রাখতে বিরোধীরা একজোট। মুম্বইয়ে নৈশভোজে পাশাপাশি মমতা-রাহুল-ইয়েচুরি। প্রকাশ হবে জোটের লোগো। পাল্টা বিজেপির বিক্ষোভ।






















