Thank God Controversy: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউডের! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মুক্তির আগেই আইনি জটে 'Thank God'
Episode Description
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে 'Thank God' ছবির ট্রেলার। ছবির ট্রেলারটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ ভালোই ইতিবাচক সাড়া ফেলেছে। কিন্তু তবুও বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউডের। ছবিটির বিরুদ্ধে জৌনপুর আদালতে দায়ের হয়েছে মামলা। অভিযোগকারীর মতে এই ছবির ট্রেলার ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে।
টলি টেলস এবিপি লাইভ পডকাস্টের একটি মুভি রিভিউ এবং বিনোদনমূলক খবরের অনুষ্ঠান। যেখানে আপনি খুঁজে পাবেন, বাংলা সিনেমা জগতের নতুন ছবির খবরাখবর থেকে নিত্যনতুন নানা মনোরঞ্জনের উপাদান। এই অনুষ্ঠানে নতুন নতুন ছবি নিয়ে হবে আলোচনা আর তার সাথে থাকবে তারকাদের সম্পর্কে নানা খুঁটিনাটি কাহিনী। টলি টেইলস আপনাকে নিয়ে যাবে টলিউডের আনাচে-কানাচে এবং আপনার প্রিয় তারকাদের সম্পর্কে আপনাকে দেবে বহু অজানা তথ্য ও কাহিনী।
Tolly Tales is an entertaining movie review and entertainment news show by ABP LIVE PODCAST that takes you through the lanes of Tollywood and gives an exclusive insight into your loved stars.






















