Akshay Tritiya : আজ অক্ষয় তৃতীয়া, কী কী করলে অচিরেই দূর হবে অশান্তি, হতে পারে অর্থবৃষ্টি?
ত্রিপুষ্কর যোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, সর্বামৃত সিদ্ধি এবং রবি যোগ, অক্ষয় তৃতীয়ায় গঠিত হচ্ছে, যা এই দিনের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে।
কলকাতা : আজ অক্ষয় তৃতীয়া৷ বৈশাখ মাসের এই দিনটি বিশেষ ভাবে ব্যবসায়ীদের কাছে শুভ৷ নতুন হালখাতা৷ সারা বছরের শুভ কামনায় পুজো লক্ষ্মী-গণেশের ৷ পয়লা বৈশাখের পর অক্ষয় তৃতীয়া৷ ব্যবসায়ীদের কাছে বিশেষ শুভ একটি দিন৷ নতুন হালখাতা শুরু করার দিন ৷ ফেলে আসা বছরের ভালো-মন্দ পেরিয়ে নতুন ভাবে সাফল্যের পথে এগিয়ে চলার প্রার্থনায় লক্ষ্মী-গণেশের পুজো৷ এই দিনটির কার কার জন্য শুভ খবর নিয়ে আসবে ?
২২ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন অনেকগুলি শুভ যোগের সমাহার ঘটছে। ত্রিপুষ্কর যোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, সর্বামৃত সিদ্ধি এবং রবি যোগ, অক্ষয় তৃতীয়ায় গঠিত হচ্ছে, যা এই দিনের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। এই দিনে সূর্য মেষ এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। অর্থাৎ উভয়ই তাদের উচ্চ রাশিতে রয়েছে। এমন একটি বিশেষ সমাপতন সচরাচর ঘটে না।
অক্ষয় তৃতীয়া খুবই পুণ্যের দিন। সকলের বিশ্বাস, এ দিন পুজো করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রাপ্তি হয়। তাই মহালক্ষ্মীকে প্রসন্ন করতে , ধন-শস্য ও সুখ-সমৃদ্ধি লাভের আশায় অনেকেই পুজো পাঠ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এদিন শ্রী সূক্ত স্তোত্র পাঠ করলে পুণ্যলাভ হয়। শ্রী সূক্ত পাঠ করলে ঘরে বাঁধা পড়েন লক্ষ্মী। শ্রী সূক্তের সঙ্গে লক্ষ্মীর বীজ মন্ত্র এবং দুর্গা মন্ত্র জপ করলে ফল ভাল হয়। সেইসঙ্গে এদিন যদি লক্ষ্মীর ভোগের থালায় ভগবান বিষ্ণুকেও বিশেষ কিছু নিবেদন কর যায়, তাহলে মা লক্ষ্মী প্রীত হন। এর পাশাপাশি, এই তিথিতে গরিব মানুষদের সাহায্য করলে অক্ষয় লক্ষ্মী প্রসন্ন হলে দাম্পত্য জীবন আনন্দে কাটে।
মনে করা হয়, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয়, তার কোনও ক্ষয় হয় না৷ এই বিশ্বাস থেকেই এদিন সোনাদানা কেনার বিশেষ উত্সাহ মানুষের মধ্যে৷ এছাড়াও মানুষের বিশ্বাস, বৈশাখ মাসের শুক্ল তৃতীয়ায় ব্রহ্মদেবের সন্তান অক্ষয় কুমারের উৎপত্তি হয়। তাই এই তিথিটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)