Diwali 2023 : এ বছর কবে আলোর উৎসব দীপাবলি ? কালীপুজো কি একই দিনে? কবে দেবেন ১৪ প্রদীপ?
Diwali Festival Dates : দীপাবলি পাঁচ দিন ধরে উদযাপিত হয়, ধনতেরাস থেকে শুরু হয়, তারপরে ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য আছে।
কলকাতা : দুর্গাপুজো শেষ মানেই আরেকটা উৎসবের ( Diwali ) প্রস্তুতি শুরু । সামনেই লক্ষ্মীপুজো ( Lakhsmi Puja ) । আর তারপরই দেশজুড়ে আলোর উৎসব। দুর্গাপুজো থেকেই আলোকমালায় সেজে উঠেছে শহর থেকে জেলা। দীপাবলিতে তো শুধু মণ্ডপ বা রাজপথ নয়, সেজে উঠবে ব্যালকনি থেকে গৃহকোণ। দীপান্বতা লক্ষ্মীপুজো, ধনলক্ষ্মী পুজো, ভূত চতুর্দশী, কালীপুজো, গোবর্ধন পুজো - আরও কত কী ! আর উৎসব বলতেই মনে হয়, নিজের রুটিনের সঙ্গে মিলিয়ে নিই, কবে মিলবে ছুটি, আর সেই অনুযায়ী যাবতীয় পরিকল্পনা।
কার্তিক মাসের অমাবস্যায কালীপুজো। আর কালীপুজোর প্রাক্কালে বাঙালির ঘরে ঘরে হয় দীপান্বিতা পুজো। আর তার আগে বহু জায়গা. হয় ধনলক্ষ্মীর আরাধনা। তাই বলতে গেলে ৩-৪ দিন ধরে টানা উৎসব।
এ বছর (2023) দীপাবলি, ধনতেরস, কালীপুজো কবে পড়েছে জেনে নিই।
দীপাবলি কবে
' তমসো মা জ্যোতির্গময়' - এটাই দীপাবলি উৎসবের আসল কথা। অন্ধকারের সঙ্গে আলোর বিজয়ের উৎসব। বিশ্বাস, ত্রেতা যুগে ভগবান রাম লঙ্কায় রাবণকে পরাজিত ও বধ করার পর দীপাবলির রাতেই সীতাকে নিয়ে ফিরেছিলেন অযোধ্যায়। ১৪ বছরের বনবাস শেষে স্ত্রী সীতা এবং ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে ছিলেন রামচন্দ্র। তাঁদের স্বাগত জানাতে, পুরো অযোধ্যা সেজে উঠেছিল আলোয় - আলোয়। সেই অশুভর বিনাশ করে শুভর জয়কে উদযাপন করতেই আলোর মালায় সেজে ওঠে দেশ। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়ে আসছে এই বিশ্বাস থেকেই। সেই সঙ্গে ফুলঝুরি, রঙমশাল, তারাবাজির আলো ছড়িয়ে পড়ে মণিমুক্তোর মতো। দীপাবলির রাত তাই মোহময়। অমাবস্যার অন্ধকারে আরও উজ্জ্বল হয়ে ওঠে আলোকসজ্জা। এ বছর দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার। এই দিনই কালীপুজো। বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে,
- এদিন, '২৫শে কাৰ্ত্তিক, (ভাঃ ২১শে কার্তিক), রবিবার, শ্রীশ্রীশ্যামা পূজা। গোস্বামিমতে যমচতুৰ্দ্দশী ও ধর্ম্মরাজ পূজা। অমাবস্যার নিশিপালন। '
- ওই দিনই আবার শ্রীশ্রীমা তারাদেবীর আবির্ভাব তিথি । দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ও হালিশহরে রামপ্রসাদের ভিটায় শ্রীশ্রীকালী পুজো ও উৎসব। তারাপীঠে শ্রীশ্রীমা তারামায়ের বিশেষ পুজো হবে সেদিনই।
- প্রদোষে সন্ধ্যা ঘ ৪।৫১ গতে রাত্রি ঘ ৬।২৭ মধ্যে শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি।
কবে কোন উৎসব পালন ?
দীপাবলি পাঁচ দিন ধরে উদযাপিত হয়, ধনতেরাস থেকে শুরু হয়, তারপরে ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য আছে।
ধনতেরাস: ১০ নভেম্বর
ভূত চতুর্দশী: শনিবার, ১১ নভেম্বর
দীপাবলি ও কালীপুজো : রবিবার, ১২ নভেম্বর
গোবর্ধন পূৃুজো: সোমবার, ১৩ নভেম্বর
ভাইফোঁটা: মঙ্গলবার, ১৪ নভেম্বর