Shiv Temple: ভারতের সাত বিখ্যাত শিবমন্দির এক সরলরেখায়! কোন রহস্য লুকিয়ে?
Shiva Mandir India: উত্তরে কেদারনাথ থেকে দক্ষিণে রামেশ্বরম অবধি রয়েছে এই সাতটি প্রাচীন মন্দির। এদের প্রত্যেকের দ্রাঘিমাংশ একই।
নয়া দিল্লি: বিস্ময়কর বলে মনে হলেও বিজ্ঞানসম্মত কিছু তথ্য, যেখানে ধর্ম আর বিজ্ঞান পরস্পরের মেলবন্ধনে একত্রে মিলেমিশে সব একাকার হয়ে গেছে । আজ থেকে বহু বহু বছর আগে ভারতে তৈরি হয়েছিল অনেক মন্দির। দেবাদিদেব শিবের (Lord Shiva) কয়েকটি মন্দির (Temple) এর মধ্যে বিখ্যাত।
কোন প্রকার স্যাটেলাইট প্রযুক্তি, জিএসপি বা অনুরূপ কৌশল ছাড়াই তখনকার স্থপতিরা শত শত কিলোমিটার দূরবর্তী এতগুলো মন্দিরকে একই দ্রাঘিমারেখায় কিভাবে স্থাপন করেছিলেন, তা ভাবলে অবাক হতে হয়! ভালোভাবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় ভারতের সাতটি অতি প্রাচীন শিব মন্দির অবস্থান করছে একই সরলরেখায়।
উত্তরে কেদারনাথ থেকে দক্ষিণে রামেশ্বরম অবধি রয়েছে এই সাতটি প্রাচীন মন্দির। এদের প্রত্যেকের দ্রাঘিমাংশ একই। এর সবকটিই ৭৯ ডিগ্রি ৪১ মিনিট ৫৪ সেকেন্ড পূর্বে অবস্থিত।
বলা হয়, যোগের হিসেবের মাধ্যমে তৈরি করা হয়েছিল এইসব মন্দির। আশ্চর্যজনক হল, এই সবগুলো মন্দিরই প্রকৃতির ৫টি চিরন্তনী বিষয়কে উপস্থাপন করে, যাদের একত্রে " পঞ্চতত্ব" বা "পঞ্চভূত" বলা হয়। এগুলো হল ভূ বা পৃথিবী, বারি বা জল, পাবক বা আগুন, পবন বা বায়ূ এবং ভূত বা স্থান বা মহাশূন্য। এই পাঁচটি বিষয় দ্বারা উপরের আটটির মধ্যে পাঁচটি শিব মন্দিরকে এইভাবে উপস্থাপন করা হয়েছে যে -
১। তিরুবনমালী মন্দিরকে জল দ্বারা,
২। থিরুবনইকবাল মন্দিরকে অগ্নি দ্বারা,
৩। কলহস্তী মন্দিরকে বায়ূ দ্বারা,
৪। একাম্বরনাথ মন্দিরকে পৃথিবী দ্বারা এবং
৫। চিদাম্বরম মন্দিরকে মহাশূন্য দ্বারা উপস্থাপন করা হয়েছে। এই পাঁচটি মন্দির একত্রে বাস্তু, বিজ্ঞান এবং বেদ এর মহামিলনকে উপস্থাপন করে।
আরও পড়ুন, বৃন্দাবনে আজও জীবিত আছেন শ্রী কৃষ্ণ? কেন এমন বিশ্বাস?
জেনে নিন একই দ্রাঘিমাংশে কোথায় অবস্থান করছে সাতটি বিখ্যাত শিবমন্দির:-
১. কেদারনাথ মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (30.7352°, 79.0669)
২. কালেশ্বরম মুক্তেশ্বরা স্বামী মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (18.8110, 79.9067)
৩. শ্রীকালহস্তী মন্দির – অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (13.749802, 79.698410)
৪. কাঞ্চীপুরম একম্বরেশ্বর মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (12.847604, 79.699798)
৫. তিরুভান্নামালাই আন্নামালিয়ার মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (12.231942, 79.067694)
৬. চিদাম্বরম নটরাজ মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (11.399596, 79.693559)
৭. রামেশ্বরম রামনাথস্বামী মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (9.2881, 79.3174)
এই সরলরেখাটিকে বলা হচ্ছে "শিবশক্তি অক্ষ রেখা"। এই রেখাটির ৮১.৩১১৯ পূর্ব অক্ষাংশে রেখে কৈলাশের সবগুলো শিব মন্দির নির্মিত হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে