Maha Shivratri 2024 : অকালমৃত্যুর হাত থেকে রক্ষা পেতে মহাশিবরাত্রি থেকেই পাঠ শুরু করুন এই মন্ত্রের
Mahashivratri 2024 Puja: শাস্ত্র মতে, শুদ্ধ মন ও ভক্তি সহকারে এই মন্ত্র জপ করলে ভগবান শিব এঁদের উপর সদা সদয় থাকেন। শিব প্রসন্ন থাকেন সব সময়।
আজ মহাশিবরাত্রি (Mahashivratri 2024 Puja)। আজ রাতেই চার প্রহরে হবে মহাশিবরাত্রি ব্রত। চার প্রহরে পাঠ করার মন্ত্রও আলাদা আলাদা। তবে মহাশিবরাত্রির দিন থেকে পাঠ করা শুরু করুন শিবের পঞ্চাক্ষর স্তোত্র। এর ফলে জীবনে অনেক বড় বড় বিপদ কেটে যায়। শাস্ত্র মতে, শুদ্ধ মন ও ভক্তি সহকারে এই মন্ত্র জপ করলে ভগবান শিব এঁদের উপর সদা সদয় থাকেন। শিব প্রসন্ন থাকেন সব সময়।
- এই স্তোত্র পাঠ করলে ব্যক্তির সব বাধা কষ্ট দূর হয়।
- অকালমৃত্যুর ভয় থেকে মুক্তি দিতে পারে এই স্তোত্রপাঠ।
-মন থেকে সবরকম নেতিবাচক প্রভাব দূর হয়।
-কালসর্প দোষের প্রভাব কমিয়ে দেওয়া সম্ভব হয়।
-গ্রহ-নক্ষত্রের প্রভাবে কারও জীবনে কঠিন সময় চললে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়, এই মন্ত্র পাঠ করলে।
জেনে নিন এই মন্ত্র।
নাগেন্দ্র-হারায় ত্রি-লোচনায় ভষ্মাঙ্গ–রাগায় মহেশ্বরায়।
নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ ‘ন’ কারায় নমঃ শিবায় ॥১॥
মন্দাকিনী-সলিল-চন্দন-চর্চিতায় নন্দীশ্বর-প্রমথ-নাথ-মহেশ্বরায়।
মন্দার-পুষ্প-বহুপুষ্প-সুপূজিতায় তস্মৈ ‘ম’ কারায় নমঃ শিবায় ॥২॥
শিবায়-গৌরী-বদনাব্জ-বৃন্দ-সুর্য়ায় দক্ষা-ধ্বর-নাশকায়।
শ্রীনীলকণ্ঠায়-বৃষ-ধ্বজায় তস্মৈ ‘শি’ কারায় নমঃ শিবায় ॥৩॥
বশিষ্ট-কুম্ভোদ-ভব-গৌতমার্য মুনীন্দ্র-দেবার্চিত-শেখরায়।
চন্দ্রার্ক-বৈশ্বানর-লোচনায় তস্মৈ ‘ব’ কারায় নমঃ শিবায় ॥৪॥
যক্ষ-স্বরূপায় জটাধরায় পিনাক-হস্তায় সনাতনায়।
দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ ‘য়’ কারায় নমঃ শিবায় ॥৫॥
পঞ্চাক্ষর-মিদং পুণ্যং যঃ পঠেচ্ছিব-সন্নিধৌ।
শিবলোকম-বাপ্নোতি শিবেন সহ মোদতে ॥৬॥
আজ শিবরাত্রির চার প্রহরের পুজো কখন
- প্রথম প্রহর শুরু সন্ধে ৬.২৫ মিনিট থেকে । চলবে ৯.২৮ মিনিট পর্যন্ত। প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন দিয়ে অভিষেক করতে হবে শিবলিঙ্গের।
- দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত ৯.২৮ মিনিট থেকে। চলবে রাত ১২.৩১ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরে জল এবং দই নিবেদন করা হয়।
- তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত ১২.২১ মিনিট থেকে। রাত ৩.৩৪ মিনিট পর্যন্ত এই প্রহর চলবে। এই সময় ঘি এবং জল নিবেদন করা হয় শিবলিঙ্গে।
- চতুর্থ এবং শেষ প্রহর বিশেষ গুরুত্বপূর্ণ। এর মধ্যেই পড়ে ব্রহ্ম মুহূর্ত। ৯ তারিখ ভোর রাত ৩.৩৪ মিনিট থেকে শুরু হবে এই প্রহর। ভোর ৬.৩৫ মিনিট পর্যন্ত চলবে এই প্রহর। এই সময় মধু এবং জল প্রথমে নিবেদন করা হয়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
আরও পড়ুন : -
নিউটাউন থেকে নাগেরবাজার, শহর থেকে শহরতলি, সকাল-সকাল অ্যাকশনে ইডি