Sawan 2023: তারকেশ্বরের মন্দির কেন গুরুত্বপূর্ণ? কেন শ্রাবণ মাসে শিবকে জল নিবেদন করতে ছুটে আসেন ভক্তরা?
Shiva Puja: মন্দিরের সামনের পুকুরটিকেও অত্যন্ত পবিত্র মনে করা হয়। মানা হয় এই জলেরও একটা আলাদা মহিমা রয়েছে।
![Sawan 2023: তারকেশ্বরের মন্দির কেন গুরুত্বপূর্ণ? কেন শ্রাবণ মাসে শিবকে জল নিবেদন করতে ছুটে আসেন ভক্তরা? Sawan vrat tarakeswar temple mahadev pujo mantra Rituals history Sawan 2023: তারকেশ্বরের মন্দির কেন গুরুত্বপূর্ণ? কেন শ্রাবণ মাসে শিবকে জল নিবেদন করতে ছুটে আসেন ভক্তরা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/3140663d68233243da082c4ab04bda931688959159329223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির গুলির মধ্যে এই মন্দির অন্যতম। বহু প্রাচীন তারকেশ্বরের (Tarakeswar) এই মন্দির। প্রাচীন বাংলার চালা স্থাপত্যর নিদর্শন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির। তাছাড়া তারকেশ্বরের শিব লিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে। কারন এটি স্বয়ংভু লিঙ্গ। এই লিঙ্গ সচরাচর দেখা যায় না।
এছাড়াও মন্দিরের সামনের পুকুরটিকেও অত্যন্ত পবিত্র মনে করা হয়। মানা হয় এই জলেরও একটা আলাদা মহিমা রয়েছে। এইসব নানাকারনেই শ্রাবণ মাসের প্রতি সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। শ্রাবণ মাসের প্রতি সোমবারেই থাকে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন থাকে। তাই এই বিশেষ চারদিনে মানুষ এই পুণ্য স্থানে ভিড় জমান।
এমনিতেই সোমবার (Sawan 2023) মহাদেবের প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্প কথা। এটি ভগবান শিবের (Lord Shiva) জন্ম মাস হিসাবে প্রচলিত। বিভিন্ন কারনেই তাই শ্রাবণ মাসের সোমবার গুলি খুব গুরুত্বপূর্ণ। মানা হয়, শ্রাবণ মাসের এই সোমবার গুলিতে শিবের আরাধনা করলে, মহাদেবের আশীর্বাদ থেকে কখনই বঞ্চিত হবেন না। তার ওপর যদি তারকেশ্বরের মত মহাদেবের পুণ্য স্থানে গিয়ে, ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনও কথাই নেই। বিশেষ কিছু সুফল পাওয়া যায় বলে মনে করা হয়।
মনে করা হয় বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত? তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পূজা করুণ। কারন শাস্ত্রমতে, এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে, স্বাস্থ্য ভালো থাকে। আর নানারকম রোগ থেকে অনেক দূরে থাকা যায়। কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে।
গ্রহদোষে জীবন জর্জরিত? সব কাজে বাঁধা আসছে? হাজার হাজার টাকা জ্যোতিষীর পিছনে খরচা না করে, মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের আশীর্বাদেই কেটে যাবে সব গ্রহদোষ। বিশেষ করে শনির গ্রহদোষ। যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন। সেটাও খুব সহজেই কেটে যাবে।
আরও পড়ুন, বিরল কাকতালীয় যোগ শ্রাবণ মাসে, কোন দিনে জল নিবেদন মহাদেবকে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)