Chandrayaan 3: ইসরোর প্রথম সফল সফট ল্যান্ডিং, শুভেচ্ছা বার্তা নাসা- ইউরোপীয় স্পেস এজেন্সির
Lander Vikram Soft Landing: সফট ল্যান্ডিংয়ের নিরিখে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা পাকা করে নিয়েছে ভারত। দু'বার অভিযানে ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের মাটিতে পৌঁছেছে ইসরোর চন্দ্রযান ৩।
Chandrayaan 3: চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে ল্যান্ডার বিক্রমের। অর্থাৎ চন্দ্রযান ৩ এর প্রাথমিক পর্যায়ের অভিযান সফল হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য এবং রহস্যে মোড়া দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের নিরিখে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা পাকা করে নিয়েছে ভারত। দু'বার অভিযানে ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের মাটিতে পৌঁছেছে ইসরোর চন্দ্রযান ৩। উন্মাদনা রয়েছে দেশের প্রতি কোণে। উত্তেজনায় ফুটছে ভারতবাসী। দেশের জন্য শুভেচ্ছা বার্তা এসেছে আন্তর্জাতিক স্তর থেকেও।
ইউরোপীয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ- এর তরফে সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ জানানো হয়েছে শুভেচ্ছাবার্তা। ইএসএ- এর ডিরেক্টর জেনারেল Josef Aschbacher লিখেছেন, 'অবিশ্বাস্য! ইসরোকে শুভেচ্ছা। সমস্ত ভারতবাসীকেও শুভেচ্ছা। ভারতের প্রথম সফট ল্যান্ডিংয়ের ব্যাপারে যে তিনি উচ্ছ্বসিত এবং সেখানে তিনি প্রযুক্তির পাঠও নেওয়া গিয়েছে, সেই ব্যাপারেও আলোকপাত করেছেন Josef Aschbacher। আর তাঁর 'এক্স'- ই রিপোস্ট করা হয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সির অফিশিয়াল 'এক্স' হ্যান্ডেল থেকে।
Congratulations to @isro #Chandrayaan3 team!👏 https://t.co/hOKdTLqHvy
— ESA (@esa) August 23, 2023
Incredible! Congratulations to @isro, #Chandrayaan_3, and to all the people of India!!
— Josef Aschbacher (@AschbacherJosef) August 23, 2023
What a way to demonstrate new technologies AND achieve India’s first soft landing on another celestial body. Well done, I am thoroughly impressed.
And kudos once again to @esaoperations for… https://t.co/GT3kyWHP6L
চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফল সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে ভারত। আর এই কর্মকাণ্ডেই দেশকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে ইউকে স্পেস এজেন্সি। সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ তাদের তরফে লেখা হয়েছে, 'ইতিহাস তৈরি হল। ইসরোকে শুভেচ্ছা'।
History made! 🇮🇳🌖
— UK Space Agency (@spacegovuk) August 23, 2023
Congratulations to @isro 👏#Chandrayaan3 https://t.co/6bPUfA3yXy
ভারতকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসাও। ১৪তম নাসা অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন শুভেচ্ছা বার্তা জানিয়ে 'এক্স' মাধ্যমে যা লিখেছেন তা রিপোস্ট করা হয়েছে আসার অফিশিয়াল 'এক্স' হ্যান্ডেল থেকে। বিল এলসন লিখেছেন, চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর জন্য ইসরোকে শুভেচ্ছা। আর সফট ল্যন্ডিংয়ের ক্ষেত্রে সফল হওয়ায় ভারতকেও (চতুর্থ স্থান) শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিল নেলসন বলেছেন, 'এই অভিযানের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত'।
Congratulations @isro on your successful Chandrayaan-3 lunar South Pole landing! And congratulations to #India on being the 4th country to successfully soft-land a spacecraft on the Moon. We’re glad to be your partner on this mission! https://t.co/UJArS7gsTv
— Bill Nelson (@SenBillNelson) August 23, 2023
চন্দ্রযান ৩ - এর সাফল্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিও। সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ শুভেচ্ছাবার্তা জানিয়েছে তারা।
Congratulations @isro and @GovernmentIndia on their historic soft landing of Chandrayaan-3 on the lunar south pole! 🌖
— Australian Space Agency (@AusSpaceAgency) August 23, 2023
This mission will help humankind better understand our nearest celestial neighbour and makes 🇮🇳 only the fourth country to successfully land on the Moon. pic.twitter.com/k2mHADBByR
শুভেচ্ছাবার্তা এসেছে রাশিয়া থেকেও। 'এক্স' মাধ্যমে রুশ রাষ্ট্রদূত বার্তা দিয়েছেন ডেনিস অ্যালিপভ। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে। চন্দ্রযান ৩ এর সাফল্য এবং ভারতের প্রযুক্তিগত উন্নতিকে কুর্নিশ জানিয়েছেন তিনি।
बधाई हो, भारत! 🇮🇳 A historic triumph unfolds as #Chandrayaan3 lands flawlessly on the Moon's South Pole! 🚀Humanity's quest for space exploration takes a monumental leap forward. Kudos to the brilliant minds behind this remarkable feat! pic.twitter.com/wDfsbY0Lvb
— Denis Alipov 🇷🇺 (@AmbRus_India) August 23, 2023
আরও পড়ুন- বিশ্ব রেকর্ড ভাঙল চন্দ্রযান-৩ ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমিং, দেখলেন ৭০ লক্ষেরও বেশি মানুষ