Google Doodle Today: চাঁদের মাটিতে ইতিহাস গড়েছে ভারত, উদযাপন গুগল ডুডলে, দেখুন সেই চমৎকার ভিডিও
Chandrayaan 3 Landing: ইতিমধ্যেই পরবর্তী চন্দ্রাভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. তবে চন্দ্রযান-৪ যৌথ অভিযান হতে চলেছে। চন্দ্রাভিযানে হাত মেলাতে চলেছে ভারত এবং জাপান।
Google Doodle Today: ইতিহাস সৃষ্টি করেছে ভারত। চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ইসরোর (ISRO) মহাকাশযান। আর তাই উদযাপনে মেতেছে গুগলও। তাদের 'গুগল ডুডল' (Google Doodle) বিভাগে শুভেচ্ছা জানানো হয়েছে। ভারী মজার একটি ভিডিও শেয়ার করেছে গুগল। দেখে নিন চন্দ্রযান ৩- এর সাফল্যে গুগল ডুডলে কী ভিডিও শেয়ার করা হয়েছে। গুগল ডুডলের ভিডিওতে ইংরেজিতে গুগল লিখলে যা বানান হয় অর্থাৎ Google- এর দ্বিতীয় 'O' কে চাঁদের ছবি এঁকে বোঝানো হয়েছে। তারই চারপাশে ঘুরপাক খাচ্ছিল চন্দ্রযান ৩। এরপর চাঁদের বুকে অবতরণ করে ইসরোর মহাকাশযান। ল্যান্ডার বিক্রমের থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। সবটাই তুলে ধরা হয়েছে গুগল ডুডলের ওই ভিডিওতে। চন্দ্রযান ৩ সফলভাবে সফট ল্যান্ডিংয়ের পর আবার চাঁদ চুম্বন ছুড়ে দিয়েছে। তারপর এসেছে একটি হাসিমুখের ছবি, যাকে পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে। সব মিলিয়ে গোটা বিষয়টাই খুব আকর্ষণীয়।
এবার দেখে নিন গুগল ডুডলে শেয়ার করা ভিডিও
https://twitter.com/GoogleDoodles/status/1694724571998613931
চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের। অর্থাৎ চন্দ্রযান ৩ এর প্রাথমিক পর্যায়ের অভিযান সফল হয়েছে। ইতিমধ্যেই চাঁদের বুকে চাকা গড়িয়েছে রোভার প্রজ্ঞানের। কাজও শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য এবং রহস্যে মোড়া দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের নিরিখে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা পাকা করে নিয়েছে ভারত। দু'বার অভিযানে ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের মাটিতে পৌঁছেছে ইসরোর চন্দ্রযান ৩।
ইতিমধ্যেই পরবর্তী চন্দ্রাভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. তবে চন্দ্রযান-৪ যৌথ অভিযান হতে চলেছে। চন্দ্রাভিযানে হাত মেলাতে চলেছে ভারত এবং জাপান। চাঁদের মাটিতে জলের খোঁজ চালানোর উদ্দেশ্য নিয়েই রওনা দেবে চন্দ্রযান-৪ (Chandrayaan 4)। চন্দ্রযান-৪ অভিযানের জন্য জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA)-র সঙ্গে হাত মেলাচ্ছে ISRO. যৌথ উদ্যোগে Lunar Polar Exploration Mission (Lupex) মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হবে, Lupex-এরই অন্য নাম চন্দ্রযান-৪। চাঁদের মাটিতে জল আছে কি, শুধুমাত্র এই প্রশ্নের উত্তর খুঁজতেই রওনা দেবে সেটি (Mission Lupex)।
বৃহস্পতিবার সকালে নতুন পোস্ট করেছে ইসরো
রোভার 'প্রজ্ঞান'-এর (Rover Pragyan) সৌজন্যে চাঁদের (Moon Walk) মাটিতে একপ্রস্ত হাঁটাহাঁটি করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার সকালে এই খবর দিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর। তবে আপাতত এটুকুই। 'প্রজ্ঞান' কী দেখল, কী জানল, কী পেল তা বিশদ জানাতে 'more updates soon' বলে টানটান অ্যাডভেঞ্চার ধরে রেখেছেন ইসরোর বিজ্ঞানীরা।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 24, 2023
Chandrayaan-3 ROVER:
Made in India 🇮🇳
Made for the MOON🌖!
The Ch-3 Rover ramped down from the Lander and
India took a walk on the moon !
More updates soon.#Chandrayaan_3#Ch3