Science News: বালির মধ্যে বিশালাকার পায়ের ছাপ! নয়া ডাইনোসরের খোঁজ?
Dinosaur Found: বিজ্ঞানীরা জানান, এটি ছিল ডাইনোসরের চলাচলের পথ বলে
নয়া দিল্লি: ব্রাজিলে (Brazil) নতুন প্রজাতির এক ডাইনোসরের (Dianosaur) পদচিহ্ন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা (Scientist)। দেশটির আরারকুয়ারা শহরে এ পদচিহ্নগুলো শনাক্ত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি (BBC)।
প্রতিবেদনটিতে বলা হয়েছে আশির দশকে ব্রাজিলে ইতালীয় ধর্মযাজক জিউসেপ্পে লিওনার্ডি ডাইনোসরের পায়ের একাধিক ছাপ আবিষ্কার করেন। পরে বিজ্ঞানীরা জানান, এটি ছিল ডাইনোসরের চলাচলের পথ বলে। এই অঞ্চলের প্রাচীন বেলেপাথরে সংরক্ষিত এই পায়ের ছাপগুলো অতীতের একটি ডাইনোসর প্রজাতির উপস্থিতির ইঙ্গিত দেয়।
১৯৮৪ সালে লিওনার্ডি ডাইনোসরের পদচিহ্নগুলো ব্রাজিলের আর্থ সায়েন্সের যাদুঘরে দান করেন। সেখানে এগুলো নিয়ে আরও বিশ্লেষণ করা হয়। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদচিহ্নগুলো আবিষ্কার হওয়া বাকি ডাইনোসরদের মতো না। এদের সরু পায়ের আঙ্গুল ও পা ফেলার ধরন দেখে বোঝা যায় যে এরা মরুভূমিতে বসবাসকারী ডাইনোসর।
বিজ্ঞানীরা এ প্রজাতি ডাইনোসরের নাম দিয়েছে ফার্লোইচনাস র্যাপিডাস। ২০২৩ সালে এ ডাইনোসরের আবিষ্কার বিষয়ে একটি ‘যুগান্তকারী’ গবেষণা ক্রিটেসিয়াস রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়। এর নেতৃত্বে ছিল লিওনার্ডি। গবেষকদের মতে নতুন প্রজাতি, যার নাম Farlowichnus rapidus, ছিল একটি ছোট মাংসাশী প্রাণী যা আধুনিক দিনের সেরিমা পাখির আকার বা প্রায় ৬০-৯০ সেমি (২-৩ ফুট) লম্বা।
আরও পড়ুন, উচ্চতা বুর্জ খলিফার চেয়েও দ্বিগুণ, প্রশান্ত মহাসাগরের গর্ভে লুকিয়ে থাকা পর্বতের হদিশ মিলল
বিজ্ঞানীরা জানান, নতুন প্রজাতির এক ডাইনোসরটি একটি ছোট ও দ্রুতগতি সম্পন্ন মাংসাশী প্রাণী। সাড়ে ১২ কোটি বছর আগে এটি ব্রাজিলে ঘুরে বেড়াত। গবেষকরা বলছেন, ফার্লোইচনাস র্যাপিডাস নামের ডাইনোসরটি আধুনিক যুগের সিরিয়ামা পাখির মতো।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে