Shubhanshu Shukla: দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশ যাত্রা, বুধেই গড়বেন ইতিহাস?
Indian Astronaut Shubhanshu Shukla: ইসরো ঘোষণা করেছে যে উৎক্ষেপণটি তাদের ইউটিউব চ্যানেলে ১০ জুন ভারতীয় সময় বিকেল ৩:৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান হয়েছিল।

নয়া দিল্লি: রাকেশ শর্মার পর তিনিই প্রথম নভশ্চর যিনি ভারতীয় হিসাবে মহাকাশে যেতে চলেছেন। এবার আর এক ভারতীয় মহাকাশে আর এক ইতিহাস লিখতে চলেছেন। শুভাংশু শুক্লার ১০ জুন ভারতীয় সময় সকাল ৮:২২ মিনিটে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে মহাকাশের পথে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য মঙ্গলবারের উৎক্ষেপণ বাতিল করা হয়েছে। পরিবর্তে বুধবার হবে উৎক্ষেপণ।
ইসরো ঘোষণা করেছে যে উৎক্ষেপণটি তাদের ইউটিউব চ্যানেলে ১০ জুন ভারতীয় সময় বিকেল ৩:৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করার কথা ছিল। এর আগে ১৯৮৪ সালে সোভিয়েত সুয়েজ় স্পেসক্রাফটে করে মহাকাশ অভিযানে গিয়েছিলেন রাকেশ শর্মা। প্রায় চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছেন শুভাংশু শুল্কা। এই অভিযানে তাঁর সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকা পেগগি হুইটসন। তাঁদের সঙ্গে যাবেন পোল্যান্ডের সাওস উজ়নাস্কি-উইনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। এই অভিযানে পাইলট হিসেবে থাকবেন শুভ্রাংশু। ২০১৯ সালে ভারতের মহাকাশচারী কর্মসূচির জন্য নির্বাচিত হন তিনি।এই জন্য রাশিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন শুভাংশু। ভারত অপেক্ষা করছে গগনযান মিশনের জন্য। সেই মিশনেও শুভাংশু শুক্লা একজন নভশ্চর হিসাবে নির্বাচিত হয়েছেন। তবে তার আগেই তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর ইতিহাস লিখতে চলেছেন।
সংবাদসংস্থা আইএএনএস-কে শুভাংশুর মা জানিয়েছেন, আমরা অবশ্যই গর্বিত। আমাদের ছেলে এমন কিছু করেছে যার জন্য আজ গর্ব হচ্ছে। শুভাংশুর বাবার কথায়, দেশের হয়ে এই কাজ গর্বের দিন। আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শুভাংশুর এই মিশন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর সাফল্য ভারতীয় তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে এবং দেশের মহাকাশ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা পরিবারের।
🚀 ISRO-NASA Mission to ISS 🇮🇳🇺🇸
— ISRO (@isro) June 9, 2025
India heads to the International Space Station!
Join the YouTube LIVE on June 10, 3:45 PM IST — liftoff at 5:52 PM!
📺 Watch here:https://t.co/2uFZNEzyax#BharatToISS #FutureOfScience #STEMInSpace #IndiaTowardsGaganyaan #DeshKiUdaan…
চলতি মাসের ২৯ তারিখেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুল্কার। কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার সেই অভিযান স্থগিত হয়ে গিয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওম স্পেস। সেই সময় বলা হয়েছিল Ax-4 মিশনের এই উৎক্ষেপণ হবে জুন মাসে। প্রস্তুতির কাজ করার সময়েই কিছু টেকনিক্যাল বা যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল উৎক্ষেপণের তারিখ। তবে সেই সব প্রতিকূলতা মিটিয়ে এবার পাড়ি দেবে শুভাংশু সহ বাকি নভোশ্চররা।






















