Sunita Williams: স্পেস স্টেশনে পৌঁছতেই আনন্দে নাচ সুনীতার, নিয়ে গেলেন 'লাকি চার্ম' গণেশ-গীতা
International Space Station: এবারের যাত্রায় ভারতীয় বংশোদ্ভূত ৫৯ বয়সী মহিলা মহাকাশচারীর সঙ্গী ছিল তাঁর 'লাকি চার্ম' গণেশের একটি মূর্তি এবং শ্রীমদ্ভগবত গীতা।
নয়া দিল্লি: মহাকাশ গবেষণাকারীদের স্বপ্ন থাকে মহাশূন্য থেকে পৃথিবীকে একবার স্বচক্ষে দেখার। আর সেখানে তিনবার মহাকাশে যাওয়া? এ যেন আক্ষরিক অর্থে স্বপ্নই। সেই স্বপ্নই ছুঁলেন সুনীতা উইলিয়মস (Sunita Williams)। বৃহস্পতিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) ডকিং করতে সক্ষম হয়েছে ST-200 Boeng Starliner। নিরাপদে স্পেস স্টেশনে পৌঁছনোর পরই উদ্দাম নাচ সুনীতার। সেই ভিডিওই ভাইরাল হয়েছে।
এবারের যাত্রায় ভারতীয় বংশোদ্ভূত ৫৯ বয়সী মহিলা মহাকাশচারীর সঙ্গী ছিল তাঁর 'লাকি চার্ম' গণেশের একটি মূর্তি এবং শ্রীমদ্ভগবত গীতা। স্পেস স্টেশনে পৌঁছে নাচ করার পাশাপাশি আইএসএস-এ থাকা অন্য সাত নভোচারীকে জড়িয়েও ধরেন।
Hugs all around! The Expedition 71 crew greets Butch Wilmore and @Astro_Suni aboard @Space_Station after #Starliner docked at 1:34 p.m. ET on June 6. pic.twitter.com/wQZAYy2LGH
— Boeing Space (@BoeingSpace) June 6, 2024
তবে আইএসএস এর একটি ঐতিহ্যও আছে। সুনীতা উইলিয়ামস এবং মিস্টার উইলমোরকে একটি ঘণ্টা বাজিয়ে স্বাগত জানানও হয়েছিল। সুনীতি উইলিয়মস এই নাচ নিয়ে জানিয়েছেন, এই আনন্দের মাধ্যমেই কাজ এগিয়ে নিয়ে যেতে হয়।
ক্রু মেম্বারদের নিজের 'আরেকটি পরিবার' বলেও উল্লেখ করেন। স্পেস স্টেশনে তাঁদের এমনভাবে স্বাগত জানানর জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি। উইলিয়ামস এবং মিস্টার উইলমোর হলেন স্টারলাইনার উড়ানোর প্রথম ক্রু। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের প্রায় ২৬ ঘন্টা পর তারা সফলভাবে বোয়িং মহাকাশযানটিকে আইএসএস-এ ডক করেন।
Listen to the @Space_Station crew's remarks welcoming #Starliner Crew Flight Test commander Butch Wilmore and pilot @Astro_Suni to ISS after entering today at 3:45 p.m. ET. pic.twitter.com/2TGVNQW89r
— Boeing Space (@BoeingSpace) June 6, 2024
তবে হিলিয়াম বেরিয়ে যাওয়ার সমস্যার জন্য প্রযুক্তিগত ত্রুটির কারণে ডকিং প্রায় এক ঘন্টা বিলম্বিত হয়েছিল।
আরও পড়ুন, জলের স্রোতে খেলে বেড়ায় বিদ্যুৎ, আন্টার্কটিকায় ঢোকার মুখে এই জলপ্রণালীতে পদে পদে বিপদ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে