ISRO: ‘সীমানা ছাড়িয়ে, যাই যে হারিয়ে...,’ সাদা-কালো ক্যানভাসে রাজকীয় উপস্থিতি, 'প্রজ্ঞানে'র চোখে 'বিক্রম' ঠিক যেমন
Lander Vikram: বুধবার রাতে নয়া দু'টি ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO.
নয়াদিল্লি: চাঁদের মাটিতে অর্ধচন্দ্রদিবস কেটে গিয়েছে। অর্থাৎ গত সাত দিন ঘরে চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে তারা। যাবতীয় কাজকর্মের ফাঁকে টুকটাক ফোটোশ্যুটও চলছে দিব্যি। আরও একবার তার নমুনা এসে পৌঁছল পৃথিবীতে। এবার কিছুটা দূর থেকে ল্যান্ডার 'বিক্রমে'র (Lander Vikram) ছবি তুলল রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে, ওই ছবিতে ল্যান্ডার 'বিক্রমে'র উপস্থিতি আক্ষরিক অর্থেই রাজকীয়। (ISRO)
বুধবার রাতে নয়া দু'টি ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. তারা জানিয়েছে, বুধবারই, ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১টা নাগাদ ওই দু'টি ছবি তুলেছে রোভার 'প্রজ্ঞান'। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করে ISRO লেখে, 'সীমানা ছাড়িয়ে, চন্দ্রবক্ষ জুড়ে: ভারত-অধিপতির কোনও সীমা নেই! আরও একবার, ক্যামেরায় বিক্রমকে ধরল প্রজ্ঞান! আজ সকাল ১১টায়, প্রায় ১৫ মিটার দূর থেকে ছবিটি তোলা হয়েছে। নেভিগেশন ক্যামেরা থেকে সেই তথ্য ISRO-র হাতে এসে পৌঁছেছে'।
Beyond Borders, Across Moonscapes:
— ISRO (@isro) August 30, 2023
India's Majesty knows no bounds!.
Once more, co-traveller Pragyan captures Vikram in a Snap!
This iconic snap was taken today around 11 am IST from about 15 m.
The data from the NavCams is processed by SAC/ISRO, Ahmedabad. pic.twitter.com/n0yvXenfdm
আরও পড়ুন: Pragyan Rover Latest Images: 'স্মাইল প্লিজ!' বিক্রমের profile pic তুলল সঙ্গী প্রজ্ঞান
এখনও পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে যত ধরনের ক্যামেরার ব্যবহার হয়েছে, তার মধ্যে এই ক্যামেরা এখনও পর্যন্ত সেরা বলে মনে করছেন বিজ্ঞানীরা। ISRO-র কাজকর্ম, গবেষণার অবিচ্ছেদ্য অংশ এই LEOS ল্যাব। পৃথিবীর বাইরের কক্ষপথে, মহাকাশে এবং গ্রহ-নক্ষত্রের মাঝে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যত পেলোড রয়েছে, সবের সেন্সর তৈরি হয় সেখানে। তাদের তৈরি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে চন্দ্রযান-৩ অভিযানেও।
এদিন রাতে ছবি পোস্ট করার পাশাপাশি, ল্যান্ডার 'বিক্রমে'র মহাকাশযানের অবস্থানও জানিয়েছে ISRO. তারা যে কোঅর্ডিনেট শেয়ার করেছে, সেই অনুযায়ী, এই মুহূর্তে ৬৯.৩৭৩,৩২.৩১৯ দক্ষিণ-পূর্বে রয়েছে সেটি। এখনও পর্যন্ত সবকিছু বিজ্ঞানীদের পরিকল্পনা মতোই এগোচ্ছে। এক চন্দ্রদিবস (১৪ দিন), চন্দ্রপৃষ্ঠে অনুসন্ধান চালানোর কথা ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে'র। তার পরের ১৪ দিন যদি কোনও ভাবে টিকে যায় তারা, তার পর ফের অনুসন্ধান শুরু হবে।
এর কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবারই ISRO-র তরফে আরও একজোড়া ছবি প্রকাশ করা হয়। ওই ছবি দু’টিও তোলে ‘প্রজ্ঞান’। তাতে ল্যান্ডার ‘বিক্রমে’র দু’টি পেলোড, লুনার সিসমিক অ্যাক্টিভিটি(ILSA) এবং চন্দ্রাজ সারফেস থার্মো ফিজিক্য়াল এক্সপেরিমেন্ট (ChaSTE)-কে দেখা যায় চন্দ্রপৃষ্ঠে। বেঙ্গালুরুর ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেমস-এ(LEOS) তৈরি নেভিগেশন ক্যামেরার সাহায্যেই চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে রোভার ‘প্রজ্ঞান’। সেই ক্যামেরা দিয়েই ছবি তুলেছে ‘বিক্রমে’র।