NASA: মহাকাশে মানুষের মল পুনর্ব্যবহারের কৌশল জানাতে হবে ! ৩ মিলিয়ন ডলার পুরস্কার দেবে নাসা
NASA Contest : এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল মহাকাশে আর বাড়তি আবর্জনা না বাড়িয়ে যাতে এমন কোনও উপায় পাওয়া যায় যার মাধ্যমে মল-মূত্র পুনর্ব্যবহার করা সম্ভব।

Human Poop Recycling: ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে নাসা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬ কোটি টাকার সমান। এই পুরস্কার নাসা সেই ব্যক্তিকেই দেবে যিনি মহাকাশের এক অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন আর তা হল মহাকাশে মানুষের বর্জ্য পুনর্ব্যবহারের প্রক্রিয়া। লুনা-রিসাইকেল চ্যালেঞ্জের অধীনে এই মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন রাখা হয়েছে যাতে মহাকাশে মানুষের বর্জ্য, মল-মূত্র পুনর্ব্যবহারের কোনও কৌশল আবিষ্কার বা প্রস্তাব জানাতে পারেন মানুষ। এমন কোনও প্রযুক্তি আবিষ্কার করতে হবে যাতে মহাকাশচারীদের মল-মূত্র, বমি পুনর্ব্যবহার করা যায়, তা সে চাঁদের মাটিতেই হোক বা কোনও বর্ধিত মহাকাশ অভিযানে।
বর্তমানে অ্যাপোলো অভিযানের মহাকাশচারীরা চাঁদের মাটিতে ৯৬ ব্যাগ ভর্তি মানুষের বর্জ্য রেখে এসেছেন। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল মহাকাশে আর বাড়তি আবর্জনা না বাড়িয়ে যাতে এমন কোনও উপায় পাওয়া যায় যার মাধ্যমে মল-মূত্র পুনর্ব্যবহার করা সম্ভব। যে প্রস্তাব কাজে দেবে, তা আগামী মহাকাশ অভিযানগুলিতেও কাজে লাগানো হবে বলেই জানানো হয়েছে নাসার তরফে। আর এই পরিকল্পনা করা হচ্ছে মূলত চাঁদের মাটিতে দীর্ঘমেয়াদি অভিযানের কথা মাথায় রেখে।
নাসা তাঁর ওয়েবসাইটে জানিয়েছে, 'নাসা দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে মহাকাশ অভিযানে মানুষকে পাঠানোর সময় এর প্রস্তুতির সময় মহাকাশে কঠিন বর্জ্য সহ বিভিন্ন বর্জ্যের প্রবাহ কীভাবে কমানো যায় তা নিয়ে চিন্তা করতে হবে। এই বিষয়ে বিবেচনা করার প্রয়োজন হয়ে পড়বে। এর পাশাপাশি কীভাবে মহাকাশে বর্জ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহার করা যায়, যাতে খুব কম পরিমাণ বর্জ্য পুনরায় পৃথিবীতে ফেরত নিয়ে আসতে হয়, তা নিয়ে ভাবনার সময় এসেছে'।
এমনকী মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পৃথিবীর মাটিতে বর্জ্য পুনর্ব্যবহারের ব্যাপারেও প্রক্রিয়া অনুসন্ধানকে অনুপ্রাণিত করবে এবং বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের মধ্যে বর্জ্য পুনর্ব্যবহারের ছোট ছোট মাপের প্রযুক্তি আবিষ্কারে উদ্বুদ্ধ করবে।
প্রথম পর্বে জমা পড়া সমস্ত প্রস্তাব এখন পর্যালোচনা করে দেখছে নাসা। আর এর মধ্যে থেকেই সেরা চিন্তাকে আগামী প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হবে। যে টিম এই প্রতিযোগিতায় অবশেষে জয়লাভ করবে তাদের ৩ মিলিয়ন ডলার দেওয়া হবে পুরস্কার মূল্য হিসেবে।






















