Asteroid: আকারে দুটি তাজমহলের সমান ! ৭৮ হাজার কিমি গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে এই গ্রহাণু; ঝুঁকি রয়েছে ?
Asteroid 2014 TN17: পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে এই গ্রহাণু ২৬ মার্চ ভারতীয় সময় বিকেল ৫টা ৪ মিনিটে। আর পৃথিবী থেকে ৫ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে এই গ্রহাণু পাশ কাটিয়ে চলে যাওয়ার কথা। তবু রয়েছে ঝুঁকি।

Science News: ৫৪০ ফুটের একটি বিশাল গ্রহাণু ছুটে আসছে এই পৃথিবীরই দিকে। আকারে দুটি তাজমহলের সমান, ঘণ্টায় ৭৭ হাজার ২৮২ কিমি বেগে ছুটে আসছে এই গ্রহাণু। যদিও ২০২৫ সালের ২৬ মার্চ এই গ্রহাণু নিরাপদে পৃথিবীর পাশ কাটিয়ে চলে যাওয়ার কথা। তবে এখনও এই গ্রহাণুকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একে বলা হয়েছে পোটেনশিয়ালি হ্যাজারডাস অ্যাস্টেরয়েড, সংক্ষেপে পিএইচএ। আর এই পিএইচএ পৃথিবীর (Asteroid 2014 TN17) জন্য ঝুঁকিপূর্ণ বলেই চিহ্নিত করা হয়ে থাকে। কারণ মাধ্যাকর্ষণজনিত কারণে এই গ্রহাণুর গতিপথে সামান্য বদল হলেই নিমেষে পৃথিবীর বুক আছড়ে পড়বে এই গ্রহাণু এবং ধ্বংস হয়ে যেতে পারে বেশ কিছু শহরও।
এই গ্রহাণু সম্পর্কে বিস্তারিত তথ্য
পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে এই গ্রহাণু ২৬ মার্চ ভারতীয় সময় বিকেল ৫টা ৪ মিনিটে। আর পৃথিবী থেকে ৫ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে এই গ্রহাণু পাশ কাটিয়ে চলে যাওয়ার কথা। এই দূরত্ব হল আদপে পৃথিবী ও চাঁদের দূরত্বের ১৩ গুণ। তবে এই গ্রহাণুর আকারের অনুপাতে এই দূরত্ব অনেক বড় মনে হতে পারে, তবে তারপরেও এটির কারণে ঝুঁকি রয়েছে পৃথিবীতে। এই গ্রহাণুর আসল নাম ২০১৪ টিএন ১৭ যাকে আবার বিজ্ঞানীরা অ্যাপোলো গ্রহাণু নামেই চেনে। এগুলি আসলে নিয়ার আর্থ অবজেক্ট যা কিনা পৃথিবীর কক্ষপথের বাইরে দিয়ে ঘুরে চলে।
পৃথিবীতে আছড়ে পড়লে কী হতে পারে
যদি এই ২০১৪ টিএন ১৭-র আকারের কোনও গ্রহাণু পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে তাহলে ১০০টি পরমাণু বোমার মত শক্তি নির্গত হতে পারে। এটি সমস্ত এলাকাকে ধূলিসাত করে দিতে পারে, এলাকার জলবায়ুর গতিবিধি স্থায়ীভাবে বদলে দিতে পারে। আর এমনই ঘটনা ঘটেছিল সাইবেরিয়ার টুংসুকায়। এখানে উল্কাপিণ্ড আছড়ে পড়ে ৮০ মিলিয়ন গাছ ধ্বংস হয়ে গিয়েছে। ২০১৩ সালে ঘটেছিল এই ঘটনা তবে সেই গ্রহাণুর আকার ছিল এই ২০১৪ টিএন ১৭-র অর্ধেক।
ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে নাসার টেলিস্কোপে রাডার সিস্টেমে অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীরা সারা বিশ্বজুড়ে এমন ধরনের মহাজাগতিক প্রস্তরখণ্ডের উপরে নজর রাখেন। তবু বহু গ্রহাণু চিহ্নিত করা যায় না, যতক্ষণ না সেগুলি বিপজ্জনক দূরত্বে চলে আসে।






















