Sunita Williams: অনিশ্চয়তায় কাটছিল দিন, স্বীকার করলেন সুনীতা, ঘরে ফেরার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন
Sunita Williams Homecoming: আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে যোগ দেন সুনীতা।

নয়াদিল্লি: দীর্ঘ ন’মাস পর পৃথিবীতে ফেরার পালা। সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে মহাকাশ থেকে অব্যাহতি দিতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের SpaceX সংস্থার Crew-10 মহাকাশযান। সব ঠিক থাকলে বুধবারই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি। আর তার আগে আবেগ ধরে রাখতে পারলেন না সুনীতা। দীর্ঘ ন’মাস ধরে মহাকাশে আটকে থাকা, ঘরের ফেরার এই দীর্ঘ অপেক্ষা, নিজের অনুভূতি তুলে ধরলেন। (Sunita Williams)
আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে যোগ দেন সুনীতা। ঘরে ফেরার অপেক্ষা শেষ হলেও, মহাকাশের কোন কোন বিষয়গুলির অভাব বোধ করবেন, জানতে চাওয়া হয় তাঁর কাছে। জবাবে সুনীতা বলেন, "সবকিছু।" এর পরই আবেগপ্রবণ হয়ে পড়েন সুনীতা। তিনি বলেন, "আন্তর্জাতিক স্পেস স্টেশনে এটা আমার এবং বুচের তৃতীয় অভিযান। আমরা সব কিছু একত্রিত করি, আবার এখানে বসে সবকিছু পাল্টে যেতেও দেখেছি।" (Sunita Williams Homecoming)
সুনীতা বলেন, "এখানে শুধু থাকতে পারার অভিজ্ঞতাই অনন্য়। জানলার বাইরের জগৎই নয়, সমস্যার সমাধান খুঁজে বের করা...অনুপ্রেরণা, দৃষ্টিকোণ...এগুলো হারাতে চাই না। এখান থেকে চলে যাওয়ার নিজের মধ্যে সব গুছিয়ে নিতে হবে আমাকে, যে কোনও প্রকারেই হোক না কেন।"
VIDEO | Crew-10 team - which includes NASA's Anne McClain and Nichole Ayers, Japan Aerospace Exploration Agency's Takuya Onishi and Roscosmos cosmonaut Kirill Peskov - arrives at International Space Station. The Crew-10 team will replace astronauts Sunita Williams and Barry… pic.twitter.com/sHr0FXmZIA
— Press Trust of India (@PTI_News) March 16, 2025
দীর্ঘ ন'মাস ধরে মহাকাশে আটকে সুনীতা। তাঁকে নিয়ে উদ্বেগের শেষ ছিল না পরিবার থেকে শুভাকাঙ্খীদের। বার বার উদ্ধারকার্য পিছিয়ে যাওয়ায় আশঙ্কা আরও বাড়তে থাকে। এখন যদিও সুনীতার ফিরে আসায় বেশি দেরি নেই, তাতেও কাটছে না উদ্বেগ। কিন্তু সুনীতার কী বক্তব্য? ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী বলেন, "আমার পরিবার এবং শুভাকাঙ্খীদের ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, হয়ত আমাদের চেয়েও বেশি। কারণ আমরা এখানে আছি, অভিযান চলছে। প্রতিদিন নিজেদের কাজ করে যেতে হচ্ছে। কবে ঘরে ফিরতে পারব, সেই উত্তর ছিল না। সেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো অত্যন্ত কঠিন ছিল।"
রবিবার সকালে SpaceX-এর Crew-10 আন্তর্জাতিক স্পেস স্টেশনে নোঙর করে। চার মহাকাশচারীকে স্বাগত জানান সুনীতা এবং ব্যারি। হাত মেলান, আলিঙ্গন করেন। একসঙ্গে ছবিও তোলেন সকলে। Crew-10 মহাকাশযানে চেপে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন NASA-র অ্যান ম্যাক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের JAXA-র তাকুয়া ওনিশি এবং রাশিয়ার ROSCOSMOS-এর কিরিল পেশকভ। NASA-র সুনীতা, ব্যারি, নিক হেগ এবং ROSCOSMOS-এর অলেকজান্ডার গরবুনভকে পৃথিবীতে ফিরিয়ে আনবে Crew-9.
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
