Sunita Williams: 'আমি নভোশ্চরের মা', মহাকাশে আটকে মেয়ে, মুখ খুললেন সুনীতা উইলিয়ামসের জন্মদাত্রী
Bonnie Pandya: আমেরিকার একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সুনীতার মা বনি।
নয়াদিল্লি: মাত্র আট দিনের অভিযানে গিয়ে দু'মাসের বেশি সময় ধরে আটকে মহাকাশে। আগামী বছর পৃথিবীতে ফেরানো যাবে বলে আশ্বাস যদিও মিলেছে, তবে কোনও কিছুই নিশ্চিত নয়। সেই আবহেই ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসকে নিয়ে মুখ খুললেন তাঁর মা বনি পাণ্ড্য। জানালেন, মেয়েই তাঁর বন্ধু। মেয়ের অভাব বোধ করছেন রোজ। (Sunita Williams)
আমেরিকার একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সুনীতার মা বনি। তিনি বলেন, "তিন বারের চেষ্টায় মহাকাশে পৌঁছয় ও। বার বার পিছিয়ে যাচ্ছিল অভিযান। আমাদেরও তিন বার প্রস্তুতি নিতে হয়েছিল। ঠিক আছে। আমি নভোশ্চরের মা। গত ২০ বছর ধরে নভোশ্চর হিসেবেই কাজ করছে ও। জানি কী কী ঘটে। আমি এত ভাবছি না। তবে ও ভাল থাকুক, নিরাপদে ফিরে আসুক।" (Bonnie Pandya)
ত্রুটিপূর্ণ মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে মহাকাশে পাঠানো থেকে তাঁদের পৃথিবীতে ফেরানোয় ঢিলেমির অভিযোগে বার বার বিদ্ধ হয়েছে NASA. যদিও বনির বক্তব্য, "সত্যি বলছি, NASA যে তাড়াহুড়ো করেনি, তাতে স্বস্তি পেয়েছি আমি। ইতিমধ্যেই দু'টি শাটল দুর্ঘটনা ঘটেছে। আমার মেয়ে বা অন্য কেউ এমন দুর্ঘটনায় পড়ুন চাই না। তাই পরে ক্ষমা চাইতে হয়, এমন কিছু না করে, নিরাপত্তায় জোর দেওয়া বেশি জরুরি।"
মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মেয়ে ভাল রয়েছে বলেও জানিয়েছেন বনি। তাঁর কথায়, "ও ভাল আছে। ও পেশাদার, নিজের কাজ করছে। মহাকাশে যখন তখন কিছু ঘটে যেতে পারে, সেটা ওরা ভাল করেই জানি। আগে ফিরে আসতেও হতে পারে, আবার দেরিও হতে পারে। ওর বন্ধু ফ্র্যাঙ্ক রুবিওকে ছয় মাসের জন্য গিয়ে এক বছর থাকতে হয়েছিল। ও মহাকাশে যেতে ভালবাসে। মহাকাশ থেকে পৃথিবীকে কত সুন্দর দেখায়, তা নিয়ে কথা বলে। তাই ও কষ্টে নেই। এটাই হয়ত শেষ মহাকাশ অভিযান ওর। ও ভাল রয়েছে। আমি একটাই কথা বলতে পারি, আমি ওকে মিস করছি। ও আমার প্রিয় বন্ধু। একসঙ্গে অনেক কিছু করব ভেবে রেখেছি। তবে আমি পরিস্থিতি বুঝি।"
আরও পড়ুন: ISRO Funding: চন্দ্রযান থেকে সৌরযান, পর পর সাফল্য, এবার কি বাজেট বরাদ্দ বাড়বে ISRO-র?
সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন। যে Boeing Starliner মহাকাশযানে চেপে অভিযানে গিয়েছিলেন তাঁরা, সেটি বিকল হয়ে গিয়েছে। ফলে সেটিতে চেপে পৃথিবীতে তাঁদের ফিরিয়ে আনতে ভরসা পাচ্ছেন না কেউ। তাই NASA জানিয়েছে, আপাতত সুনীতা এবং ব্যারিকে ছাড়াই পৃথিবীতে মহাকাশযানটিকে ফেরানোর চেষ্টা হবে।
কিন্তু সুনীতা এবং ব্যারি কবে ঘরে ফিরবেন? NASA জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে নিরাপদে পৃথিবীতে ফেরানো হতে পারে সুনীতা এবং ব্যারিকে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর রকেট পাঠিয়ে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানো হবে। তাই আরও কয়েক মাস মহাকাশেই আটকে থাকতে হচ্ছে সুনীতা এবং ব্যারিকে। সেই আবহেই মেয়েকে নিয়ে মুখ খুললেন সুনীতার মা।