Science News:প্রতি ১০-১৫ হাজার বছর পর বিপর্যয়ের মুখে পড়ে ইউরোপ? ভূমধ্যসাগরের তল ঘেঁটে দাবি বিশেষজ্ঞদের
Super Volcano Megabed Discovered:কয়েক মাস আগেই এই সুপ্রাচীন 'সুপার ভলকানো'-র মেগাবেডের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। আর তা থেকে তাঁদের অনুমান, প্রত্যেক ১০-১৫ হাজার বছরে বিপর্যয়ের মুখোমুখি হয় ইউরোপ
![Science News:প্রতি ১০-১৫ হাজার বছর পর বিপর্যয়ের মুখে পড়ে ইউরোপ? ভূমধ্যসাগরের তল ঘেঁটে দাবি বিশেষজ্ঞদের Super Volcano Megabed Discovered Under Mediterranean Sea Indicates Every 10 To 15 Thousand Year Europe Faced Disaster Science News:প্রতি ১০-১৫ হাজার বছর পর বিপর্যয়ের মুখে পড়ে ইউরোপ? ভূমধ্যসাগরের তল ঘেঁটে দাবি বিশেষজ্ঞদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/16/bb4be524b9c7ad0eb2d4c5595fa738a91700155033923482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সাদামাঠা আগ্নেয়গিরি নয়, 'সুপার ভলকানো' (Super Volcano Megabed Discovered)। তবে মাটির উপর নয়, ভূমধ্যসাগরের গভীরে (Mediterranean Sea)। কয়েক মাস আগেই এই সুপ্রাচীন 'সুপার ভলকানো'-র মেগাবেডের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। আর তা থেকে তাঁদের অনুমান, প্রত্যেক ১০-১৫ হাজার বছরে বিপর্যয়ের মুখোমুখি হয় ইউরোপ। কিন্তু কী ভাবে 'সুপার ভলকানো'-র মেগাবেডে থেকে এমন সিদ্ধান্তে পৌঁছলেন তাঁরা?
সাগরের গভীরে...
এর জন্য ভূমধ্যসাগরর একাংশ, নির্দিষ্ট করে বললে Tyrrhenian Sea-র তলদেশ খোঁজাখুঁজি করা হয়। সেই সময়ই 'সুপার ভলকানো'-র 'মেগাবেড'-র হদিস মেলে। গবেষকদলের দাবি, ইতালির পশ্চিম উপকূলে, একটি বিশাল 'আন্ডারওয়াটার ভলকানো'-র কাছেই রয়েছে ওই 'সুপার ভলকানো মেগাবেড'। সংলগ্ন এলাকার 'জিওহ্যাজার্ডস' বা ভৌগোলিক বিপর্যয় সম্পর্কে বিশেষজ্ঞরা আগে যে ধরনের গবেষণা চালিয়েছিলেন, তাতে এটা বোঝা গিয়েছিল যে জলস্তরের গভীরে কিছু রহস্য লুকনো রয়েছে। কিন্তু সেগুলি ঠিক কী, স্পষ্ট বোঝা যায়নি।'ওহায়ো স্টেট ইউনভার্সিটি'-র 'আর্থ সায়েন্স'-র অধ্যাপক ডেরেক সয়ার নিজের টিমকে নিয়ে আরও একবার ওই এলাকা ছানবিন করতে যান।হাই রেজোলিউশন ইমেজে তখনই ধরা পড়ে, চারটি 'মেগাবেড'-র স্তর রয়েছে।
স্তরে স্তরে বিস্ময়...
সয়ার ও তাঁর টিম জানতে পারেন, ওই স্তরগুলি ৩৩ ফুট থেকে ৮২ ফুট পর্যন্ত পুরু। এদের মধ্যে সবথেকে পুরনো স্তরটি ৪০ হাজার বছর প্রাচীন। তার পরেরটি ৩২ হাজার বছর, তার পরেরটি ১৮ হাজার বছর। সবথেকে নতুন স্তরটির বয়স ৮ হাজার। এর পর বিজ্ঞানীদলটি ওই এলাকার অগ্ন্যুৎপাতের খতিয়ান খতিয়ে দেখেন। তখনই স্পষ্ট হয় ছবিটা।তাঁদের বক্তব্য, ওই এলাকা অগ্ন্যুৎপাতের নিরিখে অত্যন্ত সক্রিয়। Campi Flegrei 'সুপার ভলকানো'-সহ একাধিক আগ্নেয়গিরি রয়েছে ওই অঞ্চলে। সম্ভবত, Campi Flegrei থেকে ৩৯ হাজার বছর আগেই বিপুল উদগীরণ হয়েছিল, তার থেকে প্রাচীনতম 'মেগাবেড' টি তৈরি হয়। গোটা গবেষণাটি 'জিওলজি' শীর্ষক জার্নালে প্রকাশিত হয়েছে গত অগাস্টে। তার পর থেকেই আন্দোলন। ভূতত্ত্ববিদদের মধ্যে জোরালো আলোচনা, মেগাবেডের স্তরগুলির বয়সের ফারাক বিবেচনা করলে ধরে নিতে হয় আনুমানিক প্রত্যেক ১০-১৫ হাজার বছর পর পর বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপ। তবে এই দাবি কতটা সত্যি, জানতে আরও গবেষণা জরুরি, মনে করেন বিশেষজ্ঞরাই।এতেই শেষ নয়। ধরা পড়ে, প্রত্যেকটি স্তর একে অন্যের থেকে আলাদা। এবং সেগুলি আলাদা করা রয়েছে সম্পূর্ণ পৃথক একটি সেডিমেন্টের মাধ্যমে। গবেষকদলের বক্তব্য, ওই এলাকা অগ্ন্যুৎপাতের নিরিখে অত্যন্ত সক্রিয়। Campi Flegrei 'সুপার ভলকানো'-সহ একাধিক আগ্নেয়গিরি রয়েছে ওই অঞ্চলে। সম্ভবত, Campi Flegrei থেকে ৩৯ হাজার বছর আগেই বিপুল উদগীরণ হয়েছিল, তার থেকে প্রাচীনতম 'মেগাবেড' টি তৈরি হয়। গোটা গবেষণাটি 'জিওলজি' শীর্ষক জার্নালে প্রকাশিত হয়েছে গত অগাস্টে। তার পর থেকেই আন্দোলন। ভূতত্ত্ববিদদের মধ্যে জোরালো আলোচনা, মেগাবেডের স্তরগুলির বয়সের ফারাক বিবেচনা করলে ধরে নিতে হয় আনুমানিক প্রত্যেক ১০-১৫ হাজার বছর পর পর বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপ। তবে এই দাবি কতটা সত্যি, জানতে আরও গবেষণা জরুরি, মনে করেন বিশেষজ্ঞরাই।
আরও পড়ুন:চন্দ্রযান ৩-র কারিগর, কাঁধে ৭২ লক্ষের ঋণ, পুরস্কারের মোটা টাকা শিক্ষায় দান ISRO বিজ্ঞানীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)