Kolkata League: ৪ মিনিটের ব্যবধানে ৪ গোল, কলকাতা লিগে অনন্য রেকর্ড দীপেশ মুর্মুর
Kolkata League 2023: প্রথম ডিভিশন কলকাতা লিগের ইতিহাসে এমনটা এর আগে কখনও হয়নি। ১৮৯৮ সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।
কলকাতা: ময়দানে নতুন রেকর্ড। ইউনাইটেড স্পোর্টসের ছেলে দীপেশ মুর্মু এক অনন্য রেকর্ড। গতকাল অর্থাৎ ২৫ জুলাই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। ৫ মিনিটে ৪টি গোল করলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একদম শেষের দিকে ৪টি গোল করেন টানা দীপেশ। তিনি ৮৬, ৮৭, ৮৯ ও ৯০ মিনিটের মাথায় গোল করেন। ম্যাচে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে ৮-০ ব্যবধানে শেষে জয় ছিনিয়ে নেয় ইউনাইটেড স্পোর্টস। দীপেশ ছাড়াও গোল পান আর থাঙ্গা, তারক, সুব্রত ও সুজল মুণ্ডা।
প্রথম ডিভিশন কলকাতা লিগের ইতিহাসে এমনটা এর আগে কখনও হয়নি। ১৮৯৮ সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ১২৫ বছর অতিক্রান্ত করলেও এমন রেকর্ড গতকাল পর্যন্ত হয়নি। সবচেয়ে ন্যূনতম সময়ের ব্যবধানে সর্বাধিক ৪ গোল বলাই যায়। দীপেশের সঙ্গে সঙ্গে ইউনাইটেডও দলগতভাবে একই রেকর্ড গড়ল। তবে ন্যূনতম সময়ের মধ্যে ৩ গোল করার দলগত রেকর্ডকে ছুঁতে পারল না ইউনাইটেড, যেটি মহামেডান গড়েছিল ১৯৫৭ সালে।
নতুন ক্লাবে লক্ষ্যস্থির কামিংসের
নতুন মরসুম শুরুর আগে ঢেলে দল সাজিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা জেসন কামিংস। কাতার বিশ্বকাপে দলের অংশ ছিলেন এই তারকা স্ট্রাইকার। ২০১৩-২৪ মরসুমের জন্য দলে যোগ দিয়েছেন কামিংস। নতুন মরসুমে ডার্বি খেলার জন্য মুখিয়ে আছেন এই অজি তারকা। এমনকী তিনি বড় ম্যাচের প্লেয়ার, এমন দাবিও করেছেন কামিংস।
গতকাল ছিল মোহনবাগান সুপারজায়ন্টসের জার্সি উন্মোচন। আর সেখানেই উপস্থিত হয়ে আসন্ন মরসুম, নতুন ক্লাব নিয়ে কথা বলেন কামিংস। দু’দিন আগেই কলকাতায় পা রেখেছেন অস্ট্রেলীয় তারকা। ভোররাতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে প্রচুর মোহনবাগান সমর্থক হাজির ছিলেন। এই দৃশ্য দেখে রীতিমতো উজ্জীবিত কামিংস বলছেন, সবুজ-মেরুন জার্সি গায়ে প্রচুর গোল করতে চান তিনি। মঙ্গলবার কলকাতায় মোহনবাগান এসজি-র নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি বলেন, ''প্রতি ম্যাচেই জেতার চেষ্টা করব। যথাসম্ভব বেশি গোল করব। স্ট্রাইকার হিসেবে গোল করা আমার খুবই পছন্দের কাজ। এখানেও প্রচুর গোল করতে চাই আমি। কলকাতা ডার্বিতে খেলার অপেক্ষায় রয়েছি। শুনেছি, এখানে এটাই সবচেয়ে বড় ম্যাচ। সমর্থকেরা ক্লাবের জন্য পাগল। আমি অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করব এবং প্রচুর গোলও করতে হবে আমাকে। (কলকাতায় এসে) আমি খুবই রোমাঞ্চিত।''