এক্সপ্লোর
পাকিস্তানে শীঘ্রই আসছে বড় টেস্ট খেলিয়ে দেশ, দাবি নজম শেঠির
![পাকিস্তানে শীঘ্রই আসছে বড় টেস্ট খেলিয়ে দেশ, দাবি নজম শেঠির A Top Test Nation Likely To Visit Pakistan Soon Says Pcb পাকিস্তানে শীঘ্রই আসছে বড় টেস্ট খেলিয়ে দেশ, দাবি নজম শেঠির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/08200315/najamsethi3007.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: একটি বড় দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে চুক্তি হতে চলেছে বলে দাবি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠি। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটি প্রথমসারির ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কোন দল সেটা এখনই বলা ঠিক হবে না। তবে আশা করছি আমাদের এই উদ্যোগ সফল হবে।’
আরও পড়ুন, ভবিষ্যতে ভারতে দল পাঠানো নিষিদ্ধ করছে পাকিস্তান!
২০০৯ সালের মার্চে লাহৌরে খেলা চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা হয়। এরপর থেকে কোনও প্রথমসারির দল পাকিস্তানে খেলতে যায়নি। শুধু কেনিয়া, জিম্বাবোয়ে, আফগানিস্তানের মতো দলগুলি কয়েকটি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ খেলেছে পাকিস্তানের মাটিতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে পাক সফরের বিষয়ে রাজি করিয়েছিল পিসিবি। কিন্তু লাহৌরে জঙ্গি হামলার পর আর পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
নজম শেঠি বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু অন্য দেশগুলির ধারণা বদল করা যাচ্ছে না। যখনই তাঁরা কোনও দলকে পাক সফরে রাজি করান, কোনও একটা ঘটনা ঘটে এবং সফর ভেস্তে যায়। তবে এবার পাকিস্তানের মাটিতে কোনও একটি প্রথমসারির দল খেলতে রাজি হবেই তাঁর আশা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)