Atk Mohunbagan: আবাহনীর বিরুদ্ধে আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষকে সমীহ করছেন ফেরান্দো
Atk Mohunbagan: আইএসএলের মাঝপথে কোচ হয়ে এসেছিলেন। দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। এএফসি কাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় প্লে অফ ম্যাচে হুয়ান ফেরান্দোর কোচিংয়েই খেলতে নামছে এটিকে মোহনবাগান।
![Atk Mohunbagan: আবাহনীর বিরুদ্ধে আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষকে সমীহ করছেন ফেরান্দো abahani has good players win against them wont be easy juan ferrando Atk Mohunbagan: আবাহনীর বিরুদ্ধে আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষকে সমীহ করছেন ফেরান্দো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/2c30add53b5d6946fb8f55f24e4ec26b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এক সপ্তাহ আগেই তাঁর দল শ্রীলঙ্কার সেরা ফুটবল খেলিয়ে ক্লাবকে পাঁচ গোলে চূর্ণ করেছে বলে মঙ্গলবার এএফসি (AFC) কাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় প্লে অফ ম্যাচে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামতে নারাজ এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan) স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। ঢাকা আবাহনী লিমিটেড যে ভাল দল, তা স্বীকার করে নিয়ে তিনি জানিয়ে দিলেন, তাদের এই ম্যাচে আরও ভাল খেলতে হবে এবং মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দল জিতবে, তারাই গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ঢাকা আবাহনীর বিরুদ্ধে মাঠে দল নামানোর আগে সোমবার বিকেলে কলকাতায় সাংবাদিকদের কী বললেন তিনি, তা জেনে নেওয়া যাক।
কালকের ম্যাচ নিয়ে আপনার ভাবনা-চিন্তা কী?
প্রতিপক্ষকে সমীহ করতে হবে। প্লে অফ ম্যাচ এটা। ৯০ মিনিটেই নিষ্পত্তি করতে হবে। ওদের গত সপ্তাহের ম্যাচে খেলতে হয়নি। তাই ওরা আমাদের চেয়ে বেশি তরতাজা হয়ে খেলতে নামবে। তাই আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। এই ম্যাচে জিতলে তবেই গ্রুপ পর্বে উঠতে পারব। সে দিক থেকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনার দল আবাহনীর চেয়ে অনেক বেশি দিন ধরে এই একই কম্বিনেশন নিয়ে খেলছে। এটা কি আপনাদের পক্ষে বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে?
সত্যি বলতে, এটা সম্পুর্ণ অন্য রকম একটা ম্যাচ। এখানে ৯০ মিনিটের খেলা, একটাই ম্যাচে ফয়সালা। এটা আন্তর্জাতিক মঞ্চ, প্রতি দলই সেরাটা দিতে চাইবে। এখানে প্রস্তুতিটা যেমন গুরুত্বপূর্ণ। তেমনই খেলোয়াড়দের মানসিকতাও গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলতে পেরে আমি খুশি। এখানে সমর্থকেরা থাকবেন। এটা আমাদের পক্ষে খুবই ভাল।
গত ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিরুদ্ধে পাঁচ গোলে জয়টা কি আবাহনীর বিরুদ্ধে আপনাদের মানসিক ভাবে অনেকটা এগিয়ে রাখবে?
এই উত্তরটা প্রায় একই রকম হবে। ৫-০ হোক বা ৪-০, জয়টা জয়ই। নক আউট পর্বে এগোতে গেলে জয় পেতেই হবে। গত ম্যাচে খুবই স্বাভাবিক ঘটনা ঘটেছে। বিপক্ষ দু’গোলে পিছিয়ে থাকলে ওরা তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং নিজেদের এলাকায় জায়গা তৈরি করে দেয়। কিন্তু মনে রাখবেন, (গত ম্যাচে) ওঠা-নামার সময় আমাদেরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। আমাদের এই ম্যাচের বিপক্ষ কিন্তু ওঠা-নামায় বেশ ভাল। ভাল খেলোয়াড়ও আছে ওদের। যেমন, (রাফায়েল) অগুস্তো ভারতে খেলে গিয়েছে। (ড্যানিয়েল) কলিন্দ্রেও জায়গা তৈরি করে নিতে পারদর্শী। নিয়ন্ত্রণও ভাল ওদের। কাল এই ছোটখাটো ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ----- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)