ABP Exclusive: বাংলার ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা খুলতে অভিনব উদ্যোগ
IPL News: হতাশ ছবিটা বদলাতে এবার অভিনব উদ্যোগ নিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। বাংলার ক্রিকেটারদের সম্পর্কে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের পরিচিত করে তুলতে একটি ভিডিও বানাচ্ছে সিএবি।
কলকাতা: আইপিএলে (IPL) বাংলার ক’জন ক্রিকেটার খেলেন?
তালিকা বানাতে বসুন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), মহম্মদ শামি (Mohammed Shami), শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, শাহবাজ আমেদ, আকাশ দীপ… তারপর হাতে পড়ে থাকবে শুধু পেন্সিল। এঁদের মধ্যে শামি আর ঋদ্ধিমান ছাড়া বাকিদের কারও জন্য বরাদ্দ থাকবে দু-একটা ম্যাচ। কেউ বসে থাকবেন ডাগ আউটে গোটা মরসুম।
বাংলার ক্রিকেটারদের জন্য আইপিএল যেন এক দূর মহাকাশ হয়ে রয়ে গিয়েছে। যেখানে মাঝে মধ্যে একটা প্রয়াস রায় বর্মনের মতো ধূমকেতুর উদয় হবে, মিলিয়েও যাবে। কিন্তু সুদূরপ্রসারী কোনও ছাপ থাকবে না। বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি দলের ট্রায়ালে যাবেন বঙ্গ ক্রিকেটারেরা। আশায় বুক বেঁধে। যদি কোনও দলের পছন্দ হয়। কিন্তু হবে না। ফি বছর নিলামের জন্য ফর্ম ফিল আপ করবেন বাংলার প্রচুর ক্রিকেটার। কিন্তু নিলামের টেবিলে কার্যত সকলেই উপেক্ষিত হবেন। এক-আধজন সুযোগ পেয়ে গেলেও মূলত নেট বোলার হিসাবে গোটা মরসুম দলের সঙ্গে ঘুরে বেড়াবেন।
সেই হতাশ ছবিটা বদলাতে এবার অভিনব উদ্যোগ নিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। বাংলার ক্রিকেটারদের সম্পর্কে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের পরিচিত করে তুলতে একটি ভিডিও বানাচ্ছে সিএবি। যে ভিডিওতে তুলে ধরা হচ্ছে বাংলার প্রতিভাবান ও সফল ক্রিকেটারদের পারফরম্যান্স। যোগ করা হচ্ছে বিভিন্ন ম্যাচের ক্লিপিংস। তারপর সেই ভিডিও পাঠিয়ে দেওয়া হবে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি দলের হাতে। যাতে করে প্রত্যেক দলের কোচ ও ম্যানেজমেন্ট ঘরে বসে বাংলার ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নিতে পারেন। সেই মতো নিলামের নকশা তৈরি করতে পারেন।
চমকপ্রদ সেই পরিকল্পনার কথা জানালেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। বললেন, ‘আমরা একটা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওতে বাংলার বিভিন্ন ক্রিকেটারদের পারফরম্যান্সের ফুটেজ তুলে ধরা হবে। স্থানীয় ক্রিকেট, বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে যাঁরা ভাল পারফর্ম করেছেন, তাঁদের খেলা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। কোনও ব্যাটার ম্যাচে চার-ছক্কা মারছেন বা বোলার দুরন্ত কোনও ডেলিভারিতে উইকেট নিচ্ছেন, এরকম ফুটেজ দিয়ে সাজানো হচ্ছে ভিডিওটা। সেই সঙ্গে থাকবে প্রত্যেক ক্রিকেটারের পরিসংখ্যান। প্রত্যেক ক্রিকেটারের জন্য তিন থেকে চার মিনিট করে বরাদ্দ থাকবে ভিডিওতে। আমাদের হাতে ম্যাচের রেকর্ডিং থাকেই। তা থেকেই ভিডিওটি বানানো হচ্ছে।’
আইপিএলের নিলাম ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে নিলাম পর্বের অনেক আগেই দশটি ফ্র্যাঞ্চাইজির হাতে পৌঁছে দেওয়া হবে সিএবির তৈরি সেই ভিডিও। অভিষেক বলছেন, ‘ইতিমধ্যেই কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। বাকিদের সঙ্গেও কথা বলা হবে।’ যোগ করছেন, ‘ক্রিকেটারেরাও এতে উৎসাহ পাবেন। সকলে উপলব্ধি করবে যে, স্থানীয় ক্রিকেটের ভাল পারফরম্যান্সের ওপরও নজর রাখা হচ্ছে। তাতে স্থানীয় ক্রিকেটেও সকলে একশো দশ শতাংশ দেবে।’
বাংলার ক্রিকেটারদের জন্য আইপিএলের বন্ধ দরজা খোলার অপেক্ষায় সিএবি-ও।